অন্যদের থেকে কম টাকায় ট্রেনের এসি কোচের টিকিট কাটতে চান? সেই সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি) এবং ব্যাঙ্ক অফ বরোদার মালিকাধ🌳ীন সংস্থা বিওবি ফিনান্সিয়াল সলিউশনস লিমিটেড (বিএফএলএস)। যে দুই সংস্থা যৌ🌳থভাবে ‘IRCTC BoB RuPay Contactless’ ক্রেডিট কার্ড চালু করছে।
সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে সস্তায় এসি কোচের টিকিট কাটতে পারবেন রেলযাত্রীরা। যে কার্ড রেলযাত্রীদের সস্তার জিনিস প্রদানের জন্য চালু করা হচ্ছে। কম টাকায় বিভিন্ন সুবিধা পাবেন তাঁরা। তবে শুধু এসি ꦯকোচের টিকিটের জন্য নয়, মুদিখানা থেকে জ্বালানি তেলের মতো জিনিস কেনাকাটির ক্ষেত্রেও ছাড় মিলবে। জেসিবি নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্⭕জাতিক মার্চেন্ট এবং এটিএমেও লেনদেন করতে পারবে গ্রাহকরা। তাতে যে রিওয়ার্ড পয়েন্ট জমা পড়বে, তা দিয়েই সস্তায এসি কোচের টিকিট কাটতে পারবেন তাঁরা।
কীভাবে ব্যবহার করবেন?
‘IRCTC BoB RuPay Contactless’ ক্রেডিট কার্ড ব্যবহার করলে মুদিখানা এবং ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনাকাটির ক্ষেত্রে চারটি করে রিওয়ার্ড পয়েন্꧙ট পাবেন। প্রতি ১০০ টাকায় চারটি রিওয়ার্ড পয়েন্ট মিলবে। অন্যান্য শ্রেণির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে দুটি রিওয়ার্ড পয়েন্ট পাবেন।
কার্ডধারীরা বছরে চারবার বিনামূল্যে রেলের লাউঞ্জে যেতে পারবেন। সেই কার্ড ব্যবহার করে টাকা দিলে দেশের সমস্ত পেট্রল পাম্পে একౠ টাকা ছাড় মিলবে। সেভাবেই যে রিওয়ার্ড পয়েন্ট জমা হবে, তা আইআরসিটিসি ওয়েবসাইট এবং🌸 মোবাইল অ্যাপ 'রিডিম' (Redeem) করতে পারবেন। সেজন্য আইআরসিটিসির লগইন আইডি'র সঙ্গে কার্ডের Loyalty Number-র (যা কার্ডে থাকবে) সংযুক্তিকরণ করতে হবে।