বাংলা নিউজ > ঘরে বাইরে > Trains Cancelled due to Assam Flood: অসম বন্যায় বিপর্যস্ত রেল পরিষেবা, বাতিল উত্তর-পূর্ব ভারতের কমপক্ষে ১৮ ট্রেন
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম-সহ উত্তর-পূর্ব ভারতে💜র একাংশ। সোমবার অরুণাচল প্রদেশে পাঁচজন এবং অসমে তিনজনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় রেল পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে উত্তর-পূর্ব ভারতগামী কমপক্ষে ১৮ ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করে 📖দিল ভারতীয় রেল।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে (উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে)?
- ১৫৬১১ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস: ১৯ মে এবং ২১ মে ট্রেন বাতিল থাকবে।
- ১৫৬১২ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস: ১৮ মে, ২০ মে এবং ২২ মে ট্রেন বাতিল থাকবে।
- ১৫৬১৫ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস: ১৬ মে থেকে ২২ মে ট্রেন বাতিল থাকবে।
- ১৫৬১৬ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস: ১৬ মে থেকে ২২ মে ট্রেন বাতিল থাকবে।
- ২০৫০১ আগরতলা-আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস: আজ ট্রেন বাতিল করা হয়েছে।
- ২০৫০২ আনন্দবিহার টার্মিনাল-আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস: ১৮ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১২৫১৬ শিলচর-কোয়েম্বাত্তুর এক্সপ্রেস: ১৭ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১২৫১৫ কোয়েম্বাত্তুর-শিলচর এক্সপ্রেস: ২২ মে ট্রেন বাতিল করা থাকবে।
- ১৫৬৪১ শিলচর-নিউ তিনসুকিয়া বরাক বক্ষ্রপুত্র এক্সপ্রেস: ২১ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১৫৬৪২ নিউ তিনসুকিয়া-শিলচর বরাক বক্ষ্রপুত্র এক্সপ্রেস: ২২ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১২৫০৩ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা এক্সপ্রেস: ১৭ মে এবং ২৪ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১২৫০৪ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস: ২১ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১৫৬২৬ আগরতলা-দেওঘর এক্সপ্রেস: ২১ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেস: ২৩ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১৫৮৮৮ গুয়াহাটি-বদরপুর ট্যুরিস্ট এক্সপ্রেস: ১৮ মে এবং ২১ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ১৫৮৮৭ বদরপুর-গুয়াহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস: ১৮ মে এবং ২১ মে ট্রেন বাতিল করা হয়েছে।
- ০৭০৩০ সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেস: আজ (১৬ মে) ট্রেন বাতিল করা হয়েছে।
- ০৭০২৯ আগরতলা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস: ২০ মে ট্রেন বাতিল করা হয়েছে।
পরবর্তী খবর