ছাত্র আন্দোলনের সময় গণহত্যা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদ🥃ন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার, মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা বিচারক মহম্মদ মহিতুল হক আনাম চৌধুরীর ট্রাইব্যুনাল তদন্ত শেষ করার জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। সোমবার ট্রাইব্যুনাল হাসিনা এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের গ্রেফতারের বিষয়ে তথ্য জানতে চায়। এরপরেই এই নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: দিল্লিতে বসে হাসিনা🌼… ঘুম উড়ে যাচ🤡্ছে ইউনুস সরকারের! কী বলছে বাংলাদেশ?
এদিন সরকারি কৌঁসুলি তদন্তের জন্য ট্রাইব্যুনালের কাছে আরও সময় চান। তারপরেই এই নির্দেশ। উল্লেখ্য, শেখ হাসিনা গত ৫ অগস্ট ছাত্র আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে আশ্রয় নেন। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর হাসিনা এবং প্রাক্তন মন্ত্রী, উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিকꦆ আধিকারিক সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বর্তমানে নোবেল বিজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।
ট্রাইব্যুনালের এক আইনজীবী বিএম সুলতান মাহমুদ জানান, প্রাক্তন আইনমন্ত্রী এবং হাসিনার বেসরকারি খাতের উপদেষ্টা ও ব্যবসায়ীসহ অন্🦂তত ১৩ জন সোমবার ট্রাইব্যুনালে হাজির হন। একজন প্রাক্তন মন্ত্রী আলাদা মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থা🌠কায় তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়নি। বুধবার আরও ছয়জনকে হাজির করা হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।
ট্রাইব্যুনাল হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার নিয়ে পুলিশের তদন্তের অগ্রগতি জানতে চাইলে তাদের তরফে বলা হয়, হাসিনাকে গ্রেফতারের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশটির পুলিশ প্রধানের মাধ্যমে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। রবিবার ইউনুস জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছিলেন যে তাঁর সরকার ভারত থেকে হাসিনার প্রত্যর্পণ চাইবে । প্রসঙ্গত, কোটা সংস্কারকে ঘিরে জুলাই মাস থেকে ব্যাপক ছাত্র আন্💯দোলন শ𝄹ুরু হয় বাংলাদেশে। ক্রমেই সেই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। সম্প্রতি এক্তানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, ১ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের ফলে শিশুসহ ১,৫৮১ জন নিহত এবং ১৮,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।