হিন্দু ধর্মে যেকোনও শুভ কাজের জন্য দেবতা গণেশের পুজো করা হয়। এছ🌃াড়াও ঘর সংসারের যাবতীয় উন্নতি কামনা করে গণেশ দেবের আরাধনা করা হয়। সেই গণেশ দেবের কৃপাধন্য বেশ কয়েকটি লাকি রাশি রয়েছে। দেখা যাক কারা কারা লাকি।
মেষ, মকর সহ ৩ রাশি হল গণেশ দেবের প্রিয় রাশি। সিদ্ধিদাতা গণেশের এই প্রিয় ৪ রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভবান হন। এদিকে, আজ রাত পোহালেই কাল বুধবার। আর এই বুধবার গণেশ দেবের প্রার্থনার জন্য খুবই শুভ। অনেকেই গণেশ দেবের আরাধনা বুধবার করে থাকেন। দেখা যাক, এই গণেশ দেবের কৃপাধন্য লাকি রাশি কোনগুলি। যাঁরাই এই গণেশ দেবের ক♋ৃপাধন্য, তাঁরা ঋদ্ধি-সিদ্ধি ও সুখ সমৃদ্ধির অধিকারী হন।
( Rahu Ketu Gochar: রাহু-কেতুর গোচরে সৌভাগ্যে ফুলে ফেঁপে💞 উঠবে ধনু, মিথুন সহ বহু রাশি! ল🎶াকি কারা?)
( Weight Loss Tips: জানুয়ারিতে বিয়ে? ওজন কমানোর ডেডলাইন ক্রিসমাস! 🌳বিশেষজ্ঞের ৫ টিপস রইল)
মেষ
এঁরা সমস্ত সংকট থেকে রক্ষা পান গণেশের কৃপায়। বাপ্পার কৃপায় আপনার জীবনে কোনও জিনিসের কমতি থাকেনা। আপনারꩲ সব কাজ 💯খুব সহজে হয়ে যায়। সব সময় সব দিক থেকে আপনারা খুশি থাকবেন। এঁরা বিলাস ব্যাসনেরও সুযোগ পান। নানান দিক থেকে এঁরা লাকি হন। নানান ধরনের সুখের প্রাপ্তি হয় এই সময়।
মিথুন
গণেশ দেবের কৃপায় সব মনের ইচ্ছা পূরণ হবে। এঁরা সমাজে নানান দিক থেকে মান সম্মান পান। এঁদের সঙ্গে সকলের সংযোগ খুবই ভালোর দিকে যাবে। এঁরা খুবই ব্যবসায়♍িক মনোবৃত্তির হন, আর গণপতির কৃপায় এঁরা ব্যবসায় সফল হন। এঁদের নিত্যনতুন ব্যবসায়িক আইডিয়া আসে। এঁদের ওপর থাকে বুধের আধিপত্য।
মকর
এঁরা নꦚিজেদের চেষ্টায় কোনও একটি জায়গায় পৌঁছে যান, যা সকলকে ছাপিয়ে যায়। এঁদের আর্থিক পরিস্থিতি চিরকালই আগের থেকে ভালো হয়। দিনে দিনে আর্থিক অবস্থা খুব꧋ ভালো হয়। ভগবান গণেশ এঁদের সুখ সুবিধায় ভরিয়ে রাখেন। যে লক্ষ্য এঁরা স্থির করে থাকে, তা পেয়ে যায় এঁরা।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর।ඣ এ🙈র সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)