সরকারি হাসপাতালে মৃত সদ্যোজাতকে মুখে করে নিয়ে গেল কুকুর। সোমবার রাতে বাঁকুড়ার সোনামুখি গ্রামীণ হাসপাতালের ঘটনা। এই ঘটনায় হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন প্রসূতির আত্মীয়রা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুল👍িশ।
আরও পড়ুন - মাইনে হয়নি পুরকর্মীদের, চুঁচুড়া শহর꧋ ঢাকল অন্ধকারে, জ্বলল না পথবাতি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইꦆকের চা𒈔বি, চরম নির্যাতন,টিউশন যাওয়ার পথে আলিপুরদুয়ারে সর্বনাশ কিশোরীর
জানা গিয়েছে, রবিবার রাতে প্রসবযন্ত্রণা নিয়ে সোনামুখি হাসপাতালে যান কোচডিহি গ্রামের বাসিন্দা এক বধূ। চিকিৎসক তাꦿঁকে মূত্র পরিক্ষা করতে বলেন। মূত্র সংগ্রহ করতে প্রসূতি হাসপাতালের শৌচাগারে গেলে সেখানে একটি অপরিণত শিশুর জন্ম দেন তিনি। প্🌱রসূতির কান্নাকাটিতে ছুটে আসেন পরিজনরা। নার্সদের খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। বেশ কিছুক্ষণ পর সেখানে পৌঁছন নার্স। এর পর প্রসূতিকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। কিন্তু মৃত শিশুটি শৌচাগারেই পড়ে ছিল।
প্রসূতির শুশ্রুষা করে বেশ কিছুক্ষণ পর শিশুটির কথা মনে পড়ে বাড়ির লোকের। সঙ্গে সঙ্গে শৌচাগারে ছুটে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন 🍷সেখানে কোনও সদ্যোজাতের দেহ নেই। এর পর খোঁজাখুঁজি করে তাঁরা দেখতে পান একটি পথকুকুর শিশুটির দেহ মুখে করে হাসপাতাল থেকে পালাচ্ছে।
এর পরই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রসূতির মহিলার পরিজনরা কান্নাকাটি শুরু করে দেন। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বচসা বেঁধে যার তাঁদের। খবর পেয়ে সেখানে পৌঁছয় সোনামুখ♛ি থানার পুলিশ। তাঁরা পরিজনদের আশ্বস্ত করে প্রসূতಌিকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে।
আরও পড়ুন - বউ চলে গিয়েছে, স꧃মস্যা আরও অনেক, মমতার সঙ্গে দেখা করতে নবান্নে হাজির সমিরুল!
এই ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। হাসপাতালের ভিতরে ঢুকে সদ্যোজাতের দেহ কুক꧃ুর মুখে করে পালালেও কেন কারও চোখে পড়ল না তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা।