োনির্বাচনী সংশোধনী বিলের বিরোধিতায় উত্তপ্ত রাজ্যসভা। আর এরই মাঝে রুলবুক ছুঁড়ে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড হলেন তৃণমূলের দলনেতা জেরেক ও'ব্রায়েন। শীতকালীন অধিবেশনের আর দুই দিন বাকি। এই দুই দিন ডেরেক আর অধিবেশনে যোগ দিতে পারবেন না। এর আগে চলতি অধিবেশনের প্রথম দিনই তৃণমূলের দুই সাংসদ - শান্তা ছেত্রী এবং দোলা সেনকেও সাসপেন্ড করা হয়েছিল। তাছাড়া বিরোধী দলগুলির আরও ১০ সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল বাদল অধিবেশনের সময়কার হট্টগোলের ঘটনার প্রেক্ষিতে। এদিন রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয় নির্বাচনী সংশোধনী বিল। যদিও নির্বাচনী সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি চেয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। সেই সময় রাজ্যসভার চেয়ারের তরফে নিয়ম বুঝিয়ে বলা হচ্ছিল। জানানো হচ্ছিল যে রাজ্যসভায় কোনও প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে তখনই ভোটাভুটি সম্ভব যখন সকল সদস্য নিজেদের আসনে বসে। তবে বিরোধীরা সেই সময় ওয়েলে নেমে বিক্ষোভ জানাচ্ছিলেন, তাই ভোটাভুটির প্রশ্ন ওঠে না। এই সময় চেয়ারের কথায় অসন্তুষ্ট হয়ে রুলবুক ছুঁড়ে ফেলেন ডেরেক। আর তাঁর এহেন কাজের জন্যই তাঁকে সাসপেন্ড করা হয়। তাঁর এই কাণ্ডের পর বিজেপির তরফে পূযূষ গোয়েল সংসদে দাঁড়িয়ে তাঁর কড়া ভাষায় নিন্দাও জানান।