প্রিয়াঙ্কা দেববর্মন
ত্রিপুরা বꩵিধানসভায় ফের ক্ষমতায় ফিরেছে গেরুয়া শিবির। বিধানসভায় শপথগ্রহণের দুদিন হয়ে 𝐆গিয়েছে। এবার রাজ্যের ৯জন মন্ত্রীর দফতর নির্দিষ্ট করা হল। মানিক সাহার নেতৃত্বে এই মন্ত্রিসভা তৈরি হচ্ছে।
গত ৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ডাঃ মানিক সাহাকে দ্বিতীয়বারের জন্য় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয়꧒ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শ🥀াহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিনই শপথগ্রহণ করেছিলেন মুখ্য়মন্ত্রী।
শুক্রবার মুখ্য়সচিব একটি নোটিফিকেশনে জানিয়ে﷽ছিলেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ পূর্ত সহ একাধিক দফতর থাকছে ডাঃ মানিক সাহার আওতায়।
এবার দেখা যাক অন্য় কারা কোন দফতরের দায়িত্ব পেলেন…
রতন লাল নাথ শক𓆉্তি, কৃষি ও কৃষক কল্যাণ, ও নির্বাচন দফতরের দায়✅িত্ব পানছেন। প্রাণজিৎ সিংহ রায় অর্থনীতি, পরিকল্পনা ও সমণ্বয় ও তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব পেয়েছেন।
💞সুশ🔥ান্ত চৌধুরী পেয়েছেন খাদ্য, সিভিল সাপ্লাই, কনজিউমার অ্যাফেয়ার্স, পরিবহণ, পর্যটন দফতর।
একমাত্෴র মহিলা মন্ত্রী এবার মানিক মন্ত্রিসভায় থাকছেন স্বান্তনা চাকমা। তিনি শিল্প ও বাণিজ্য, জেল, ও ওবিসি কল্যাণের দফতর পাচ্ছেন।
সু𝓡ধাংশু দাস ওয়েলফেয়ার অফ সিডিউলড কাস্ট, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে ও মৎস্য দফতরের দায়িত্ব প💎াচ্ছেন।
টিঙ্কু রায় পাচ্ছেন যুব কল্যাণ ও ক্๊রীড়া দফতর। এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্য়াল এডুকেশন ও শꦑ্রম দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি।
ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হ্যান্ডলুম , হ্যান𒅌্ডিক্রাফট, সেরিকালচার ও স্ট্যাটিসটিকস দফতরের দায়িত্ব পাচ্ছেন বিকাশ দেববর্মা।
এদিকে যে সমস্ত দফতরের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি সেই দফতরের দায়িত্ব আপাততꦯ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দেখবেন।