প্রিয়াঙ্কা দেববর্মন
ত্রিপুরায় ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। কিন্তু কে হবেন ত্রিপুরার মুখ্য়মন্ত্রী তা নিয়ে জল্পনাটা যেন নতুন করে জাঁকিয়ে বসেছে। দুটি নাম উঠে আসছꦆে আলোচনায়। তা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে।
এদিকে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিন ঘোষণা করা হয়েছে। সেটা হল আগামী ৮ মার্চ। প্রধানমন্ত্রী 🐈নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। তবে মুখ্য়মন্ত্রী কে হবেন সেটা অবশ্য় এখনও পরিষ্কার নয়।
এবার ত্রিপুরায় ৩২টি আসন পেয়েছে বিজেপি। আই�🌼�পিএফটি পেয়েছে ১টি আসন। তিপ্রা মোথা পার্টি পেয়েছে ১৩টি আসন।
এদিকে জয়ের পরের দিনই মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে সরকার তৈরির ব্যাপারে তিনি কিছু জানাননি। তিনি জানিয়েছিলেন, আমি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি আমার পদত্য়াগপত্র গ্রহণ করেছেন। নতুন সরকꦿার তৈরি না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব সামলানোর জন্য় বলেছেন।
একসময়ে বিপ্লবไ দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন মানিক সাহা। পরে তিনিই বসেন মুখ্য়মন্ত্র♑ীর চেয়ারে। তিনি ২০১৮ সালে এই পদে বসেছিলেন। তিনি এর আগে রাজ্য়সভার সদস্য ছিলেন। সেখান থেকে তিনি মুখ্য়মন্ত্রী পদে বসেছিলেন।
এদিকে এবার ধনপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএমের মানিক༒ সরকারের বিগতদিনের কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। তিনিও এবার মুখ্য়মন্ত্রীর পদপ্রার্থী।
তিনিই প্রথম রাজ্য়ের স্থায়ী বাসিন্দা যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। সেই ১৯৯১ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। এরপর তিনি পার্টির রাজ্য কমিটির সদস্যপদ পেয়েছিলেন। দুবারের জন্য় তিনি দলের সহ সভাপতির দায়িত্ব সামলেছেন। ২০১৬ সালে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন। সেই প্রতিমা ভৌমিকই কি এবার ত্রিপুরা♏র মুখ্যমন্ত্রীর পদে বসবে🎉ন?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় বর্তমানে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। তꦯবে কিꦯ তার পাশের রাজ্যেও এবার মহিলা মুখ্যমন্ত্রী রাখতে চাইছে বিজেপি? নাকি মানিক সাহার উপরেই আস্থা রাখবে দল? সব মিলিয়ে জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে। ত্রিপুরার জন্য় বড় চমক অপেক্ষা করছে বলেও মনে করছেন অনেকে। তবে মানিক সাহা নাকি প্রতিমা ভৌমিক কে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে সেটাই এখন প্রশ্ন।