ত্রিপুরায় হিংসা ও সংবাদ মাধ্য়মের অফিসের হামলার ঘটনায় গর্জে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন, ‘হিংসা আর গুন্ডামি বিজেপির সঙ্গে এত মিশে গিয়েছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরেও নৃশংসভাবে আক্রমণ নেমে এসেছে। সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধতার পাশে আমরা থাকব।’ বিপ্লব দেবকে নিশানা করে তিনি লিখেছেন ‘ত্রিপুরায় দুয়ারে গুন্ডা মডেলকে হঠাতে আমরা লড়াই চালাতে বদ্ধপরিকর।’ লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একেবারে অগ্নিগর্ভ ত্রিপুরা। একের পর এক সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ। দলীয় নেতা কর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। দাউ দাউ করে জ্বলছে পার্টি অফিস। পুড়ছে একের পর এক গাড়ি। এই ছবি দেখছে গোটা দেশ। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে পার্টি অফিসের একের পর এক ঘর। এই ঘটনার প্রতিবাদে সরব সিপিএম নেতৃত্ব। এদিকে বিজেপির পালটা দাবি জনরোষে এসব হয়েছে। সিপিএমের পার্টি অফিস থেকে বোমা ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। এমনকী এটা তো সবে ট্রেলার চলছে এমনটাও দাবি বিজেপি নেতৃত্বের। এদিকে এদিন দমকলকেও আগুন নেভাতে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে এদিন তৃণমূল নেতৃত্ব গিয়ে ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকারের সঙ্গে দেখা করেন। ত্রিপুরার মাটিতে দাঁড়িয়েই এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব।