অসমিয়া ভাষায় লেখা সরকারি হোর্ডিয়ে কালি লেপে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল অসমে। এবার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কাছারের পুলিশ সুপার রমণদীপ কাউর জানিয়েছেন জলজীবন মিশনের করা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জেরা করা হচ্ছিল। পরে তাদের গ্রেফতার করা হয়। এদিকে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট নামে এই সংগঠনটি সদ্য তৈরি হয়েছে। তাদের দাবি হোর্ডিংয়ে বাংলা ভাষা ব্য়বহার করতে হবে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের নাম সমর দাস ও অপরজনের নাম রাজু দেব। তারা অল বেঙ্গলি ইয়ুথ ও স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্য। সংগঠনের সম্পাদক রথীন্দ্র দাস বলেন, তারা হোর্ডিংয়ে কালি লেপার ঘটনার সঙ্গে যুক্ত নয়। তারা শুধু প্রতিবাদ আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। তাঁর দাবি, অন্য় ভাষাকে অসম্মান করাকে আমরা সমর্থন করি না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। অসমিয়া ভাষাতে লেখা হোর্ডিংয়ের কালি লেপার ঘটনার নিন্দা আমরা করছি। এদিকে বরাক ডেমোক্র্য়াটিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা প্রদীপ দত্ত রায়কেও পুলিশ ডেকে পাঠিয়েছিল। তাঁকেও প্রায় ঘণ্টা দুয়েক জেরা করা হয়। তাঁর দাবি হোর্ডিংয়ে কালি লেপে দেওয়ার কোনও পরিকল্পনা আমাদের ছিল না। এদিকে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন যখন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে, তখন অসমে ভাষাকে ঘিরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিল। এমনকী এনিয়ে অশান্তির সিঁদুরে মেঘও দেখছেন অনেকে।