বারো ঘণ্টার মধ্যেই দুই রাজ্য স্তরীয় রাজনৈতিক নেতার খুনে তোলপাড় কেরলে। রবিবার আলাপুঝায় একটি প্রতিশোধমূলক হামলায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই꧅) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই রাজ্য-স্তরের নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পৃথক দুই ঘটনায় মৃতরা হলেন এসডিপিআই-এ রা🀅জ্য সচিব শান কেএস এবং বিজেপির ওবিসি মোর্চার নেতা রঞ্জিত শ্রীনিবাসন।
পুলিশ জানিয়েছে, বিজেপি নেতা হত্যা মামলায় এগারো জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কে🥂উ মামল💧ায় সরাসরি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানায় বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন সকালে হাঁটতে বের হলে আটজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে তাঁকে হত্যা করে। এর আগে গতরাতে এসডিপিআই নেতা শান কেএস স্কুটারে করে নিজের বাড়ি ফেরার সময় খুন হন। তাঁকে ছুড়ি দিয়ে আঘাত করা হয়। একাধিক ক্ষত নিয়ে তাঁকে এর্নাকুলামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।
এদিকে জেলায় রাজনৈতিক হিংসা প্রতিহত করতে পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারা পদক্ষ💖েপ করতে বলেছেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আলাপুঝায় জোড়া রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন, ‘সরকার কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেবে না। এই ধরনের অপরাধীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এর বিচার হবে।’