একেবারে বিধ্বংসী টাইফুন। সাত দশকে এমন টাইফুন আসেনি। চিনের আর্থিক রাজধানী সাংহাইতে আছড়ে পড়েছে এই টাইফুন। এর জেরে প্রবল ঝড় বইতে শুরু করেছে। এদিকে সামনেই উৎসব চিনে। তার আগে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে চরম অব্যবস্থা দেখা দিয়েছে। টাইফুন বেবিঙ্কা। চিনে এটা বেইবিজিয়া নামে পরিচিত। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ এই টাইফুন আছড়ে পড়েছিল। চিনের সরকারি মিডিয়া সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি হতে শুরু করে। সেই সঙ্গেই প্রবল হাওয়া। প্রায় ২৫ মিলিয়ন লোকের বাস সাংহাইতে। এই ঝড় আসার আগেই বহু ট্রেন বাতিল করা হয়। কার্যত রেলযোগাযোগ ব্যবস্থা স্তব্ধ করে দেওয়া হয়। বন্দর, ব্রিজ, হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। সাংহাইতে আসবে ও সাংহাই থেকে উড়ে যাবে এমন সব বিমানের যাত্রা বাতিল করে দেওয়া হয়। এর আগে সুপার টাইফুন এসেছিল চিনে। সুপার টাইফুন ইয়াগি আছড়ে পড়েছিল চিনের হাইনান দ্বীপে। এর জেরে অনেকের মৃত্যু হয়। পরে ঝড়ের অভিমুখ ভিয়েতনাম ও থাইল্যান্ডের দিকে ঘুরে যায়। বহু ঘরবাড়ি ভেসে যায়। প্রচুর পরিকাঠামো নষ্ট হয়ে যায়। সাংহাইতে হাজার হাজার মানুষ সমস্যার মধ্যে পড়ে যান। বেবিংকা এগিয়ে আসতেই উপকূল এলাকায় মারাত্মক সমস্যা দেখা দেয়। অনেকেরই বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাও ভেস্তে যায়।