দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী তথা ৯৩ সালে বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সেলিম কুট্টার আয়োজিত পার্টিতে নাচতে দেখা গিয়েছে শিবসেনার উদ্ধব গ📖োষ্ঠীর নেত𒐪াকে। তার মধ্য়ে নাসিক কর্পোরেশনের প্রধানও ছিলেন। দাবি বিজেপি নেতা নীতেশ রানের।
তিনি সেই সংক্রান্ত একটি ফটো সামনে এনেছেন। সালিম যাবজ্জীবনღ জেল খাটছেন। তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। আর তার শেষ দিনে তিনি পার্টি🐻 দেন। আর সেখানেই গিয়েছিলেন ওই নেতা। এমনটাই দাবি করা হচ্ছে।
রানের দাবি, ওই নাচের পার্টিতে গানের সঙ্গেই মদের ফোয়ারা ছোটে। তবে ওই ধরনের জঙ্গির সঙ্গে রাজনৈতিক নেতাদের 🌊ঘনিষ্ঠতা ভালো দেখায় না।
বিজেপি নেতৃত্🦹বের দাবি, ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবꦫীশ এসআইটি( SIT) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বিধানসভায় জানিয়েছেন, স্পেশাল ইনভেসটিগেশন টিম পূর্ণা🐼ঙ্গ তদন্ত করবে। যদি এর পেছনে বিশেষ কারোর আশীর্বাদ থাকে তবে কড়া ব্য়বস্থা নেওয়া হবে।
এদিকে বিজেপি নেতা নীতীশ রানের দাবি, তাঁর কাছে উপযুক্ত ভিডিয়ো প্রমাণ রয়েছে। নাগপুর বিধানসভার বাইরে তিনি সাংবাদিকদের কাছে পেন ড্রাইভও দেখান। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডেলেꦜ সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। সেই পার্টির একটি ভিডিয়ো তিনি পোস্ট করেছেন।
এদিকে এই ভিডিয়ো নিয়ে সুধাকর বাদগুজারের স্ত্রী হর্ষ বাদগুজার জানিয়েছেন, এই ভিডিয়োটি🔴 ১৫-১৬ বছরের পুরানো। সেই সময় শিবসেনা একই ছিল। কিন্তু তাঁর স্বামীকে মিথ্যা অভিযুক্ত করা হচ্ছে।
এই সালিম আসলে কে?
১৯৯৩ বোমা বিস্ফোরণের মামলায় অন্যতম অভিযুক্ত হলেন এই সালিম। ত꧂িনি যাবজ্জীবন খাটছেন। ওই বিস্ফোরণে মারা গিয়েছিলেন ২৫৭জন। ৭০০ জন জখম হয়েছিলেন। এই বিস্ফোরণের পেছনে দাউদ ইব্রাহিম ও টাইগার মেমন ছিলেন বলে দাবি করা হয়। এবার দাবি করা হচ্ছে এই পার্টিটা তাঁর প্য়ারোলে ছাড়া পাওয়ার শেষ দিনে হয়েছিল।