কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, ডিরেক্টর, সিইও উཧদয় কোটাক গত শুক্রবার তাঁর পদত্যাগের কথা ঘোষণা করছেন। আর্থিক সেকটরে তাঁর চার দশকের বর্ণময় কর্মজীবনের সমাপ্তি ঘোষণা করেছেন। আ♚গামী ডিসেম্বরে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তিন মাস আগেই পদত্যাগের কথা ঘোষণা করলেন। দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্কের কর্তা জানিয়েছেন ব্যক্তিগত কারণে তাঁর এই পদত্যাগ। আরবিআই-এর নতুন নিয়মের কারণে তাঁকে পদত্যাগ করতে হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে ব্যাঙ্কেꦛর বোর্ডে কাজ চালিয়ে যেতে পারবেন উদয় কোটাক। দেশের অন্যতম এই ধনী ব্যাঙ্কার ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলেন। ১৯৭০ সালে শচিনের কোচ রমাকান্ত আচরেকার ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন। কিন্তু আঘাতের কারণে তাঁকে ক্রিকেট থেকে সরে আসতে হয়।
উদয় কোটাকের মুম্বইতে জন𓄧্ম এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন। যমুনালাল বা๊জাজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে উচ্চশিক্ষা লাভ করেন।
(পড়তে পারেন। কৃষক পরিবারের সন্তান, চিনে নিন ভারতের স♛ূর্꧃য গবেষণার শীর্ষে থাকা মহিলা বিজ্ঞানীকে)
(পড়তে পারেন। স্বপ্নপূরণের হাতছানি! সেপ্টেম্বর থেকে সস্তায় গৃহঋণ দেবে ক🍨েন্🎀দ্র)
তাঁর পরিবারের তুলা এবং অন্যান্য কৃষিপণ্যের ব্যবসা ছিল। কিন্তু পারিবারিক ব্যবসায় তিনি যোগ দিতে রাজি ছিলেন না। তাঁরা বাবা তাঁকে ৩০০ স্কোয়ার ফিট জায়গা দেন ব্যবসা করার জন্য। সেখানেই উদয় কোটাক একটি ফিনান্স কনসালটেন্সি খোলেন ১৯৮৩ সালে মাত্র ২৩ বছর বয়সে। তার পর বা🧸কিটা ইতিহাস।
২০০৩ সালে ব্যাঙ্কিং লাইসেন্স পান কোটাক। স🅰েই সময় থেকেই তিনি সংস্থার এমডি ও সিইও ছিলেন। কোটাক ব্যাঙ্কের ২৬ শতাংশ শেয়ারের মালিক যা শুক্রবারের হিসাবে সাড়ে তিন লক্ষ কোটি টাকা।
ব্যাঙ্কিং সেকটরে কোটাক একজন বিরল ব্যক্তিত্ব। যিনি নানা বিষয়ে প্রকাশ্যে নিজে𒆙র মতামত প্রকাশ করেছেন। বিমুদ্রাকরণ নিয়েও তিনি প্রকাশ্যে মত প্রকাশ করেছিলেন।