কোটাক মাহিন্দ্রা ꦜব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, ডিরেক্টর, সিইও উদয় কোটাক গত শুক্রবার তাঁর পদত্যাগের কথা ঘোষণা করছেন। আর্থিক সেকটরে তাঁর চার দশকের ꧑বর্ণময় কর্মজীবনের সমাপ্তি ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বরে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তিন মাস আগেই পদত্যাগের কথা ঘোষণা করলেন। দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্কের কর্তা জানিয়েছেন ব্যক্তিগত কারণে তাঁর এই পদত্যাগ। আরবিআই-এর নতুন নিয়মের কারণে তাঁকে পদত্যাগ করতে হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে ব্যাঙ্কের বোর্ডে কাজ চালিয়ে যেতে পারবেন উদয় কোটাক। দেশের অন্যতম 𓃲এই ধনী ব্যাঙ্কার ছোটবেলায় ক্রিকেট♍ার হতে চেয়েছিলেন। ১৯৭০ সালে শচিনের কোচ রমাকান্ত আচরেকার ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন। কিন্তু আঘাতের কারণে তাঁকে ক্রিকেট থেকে সরে আসতে হয়।
উদয় কোটাকের মুম্বইতে জন্ম এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন। যমুনালাল বাজাজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং সিডেনহাম কলেজ অফ কমার্স 🙈অ্যান্ড ইকোনমিক্স থেকে উচ্চশিক্ষা লাভ ꧙করেন।
(পড়তে পারেন। কৃষক পরিবারের সন্তান, চিনে নিন ভারতের সূর্য গবেষণার শ🔯ীর্ষে থাকা মহিলা বিজ্ঞানীকে)
(পড়তে পারেন। ꦆ❀স্বপ্নপূরণের হাতছানি! সেপ্টেম্বর থেকে সস্তায় গৃহঋণ দেবে কেন্দ্র)
তাঁর পরিবারের তুলা এবং অন্যান্য কৃষিপণ্যের ব🥀্যবসা ছিল। কিন্তু পারিবারিক ব্যবসায় তিনি যোগ দিতে রাজি ছিলেন না। তাঁরা বাবা তাঁকে ৩০০ স্কোয়ার ফিট জায়গা দেন ব্যবসা করার জন্য। সেখানেই উদয় কোটাক একটি ফিনান্স কনসালটেন্সি খোলেন ১৯৮৩ সালে মাত্র ২৩ বছর বয়সে। তার পর বাকিটা ইতিহাস।