কিয়েভ, খারকিভ, মাউরিলপোলের পাশাপাশি আজরে সুমিতেও যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার সেনা। আর এই সুযোগেই এই সহরে আটকে পড়া প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়াকে উদ্ধার করতে পারে ভারত। রাশিয়ার সীমান্তবর্তী এই শহর থেকে আটকে পড়া ভারতীয়দের পশ্চিমে পোল্যান্ড সীমান্তের দিকে নিয়ে আসা হতে পারে। সেখান🌞 থেকেই তাদের বিমানে করে ভারতে ফেরানো হতে পারে।
এর আগে সুমি থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করার জন্য কূটনৈতিক ভাবে জোর চেষ্টা চালানো হলেও তীব্র লড়াইয়ের মধ্যে কোনও পড়ুয়াকে সেখান থেকে সরানো সম্ভব হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বাঙ্কারে আশ্রয় নিতে বাধ꧂্য হয়েছেন এই পড়ুয়ারা। তাঁদের কাছে জল নেই, খাবার নেই। বরফ গলিয়ে তা খেয়েই দিন কাটাতে হচ্ছে তাঁদের।
এর আগে মরিয়া হয়ে ভারতীয় পড়ুয়ারা এক ভিডিয়ো বার্তা প্রকাশ করে জানান যে তাঁরা সুমি থেকে ৬০০ কিমি দূরে মাউরিপোলে যাবেন পায়ে হেঁটে। পাশাপাশি তাঁরা ‘হুঁশিয়ারি’ দেন, যাত্রাপথে কোনও ভারতীয়র কিছু যদি হয়, তার জন্য দায়ী থাকবে সরকার ও দূতাবাস। যদিও এই ভিডিয়ো বার্তা ভাইরাল 🃏হওয়ার পরপরই ভౠারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে পড়ুয়াদের সুমিতেই নিরাপদ স্থানে থাকতে বলা হয়। আশ্বাস দেওয়া হয় যে যত দ্রুত সম্ভব তাদের সেখান থেকে বের করে আনা হবে। আজকের যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়েই এই পড়ুয়াদের এখান থেকে সরানো হতে পারে।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জেরে গত কয়েকদিন ধরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারত💝 সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। চালু করা হয় অপারেশন গঙ্গা। এই অভিযানের তদারকি করতে ইউক্রেনের পড়শি দেশগুলিতে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই আবহে এখনও কয়েক হাজার পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।