༺কয়েকদিন আগেই ইউক্রেনের খারকিভে সংঘর্ষের মাঝে পড়ে🍬 মৃত্যু হয় এক ভারতীয় পড়ুয়ার। সেই ঘটনার পর ফের এক ভারতীয় রক্ত ঝরল ইউক্রেনে। জানা গিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ার পথে এক ভারতীয় পড়ুয়া গুলিবিদ্ধ হন। সংবাদ সংস্থা এএনআইকে এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। যদিও প্রাথমিক ভাবে জখম পড়ুয়ার নাম পরিচয় জানা যায়নি। তবে জানা গিয়েছে, ভারতীয় পড়ুয়াকে কিয়েভের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকে সিং বলেন, ‘আমি আজ জানতে পেরেছি যে কিয়েভ থেকে আসার পথে একজন ছাত্রকে গুলি করা হয় এবং মাঝপথে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়ে। আমরা চেষ্টা করছি যত কম সম্ভব ক্ষয়ক্ষতি হয়। সর্বোচ্চ চেষ্টা চ💞লছে উদ্ধারকাজ সম্পন্ন করার।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় দূতাবাস এর আগে অগ্রাধিকারের ভিত্তিতে সাফ জানিয়ে দিয়েছিল যে সকলের অবিলম্বে কিয়েভ ত্যাগ করা উচিত। যুদ্ধের সময় বন্দুকের বুলেট কারো ধর্ম ও জাতীয়তার দিকে তাকায় না।’ বর্তমানে জেনারেল ভিকে সিং পড়ুয়াদের উদ্ধারকাজের তদারকি করতে পোল্যান্ডে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে খারকিভে নবীন শেখরাপ্পা নামক এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্রমেই 🌠সংঘর্ষ আরও তীব্র হচ্ছে। পাশাপাশি রাজধানী কিয়েভও ঘিরে ধরেছে রুশ বাহিনী। দুই শহরেই আ♚ক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে রুশ সেনা। চেরনিহিভের আশেপাশেও বোমা বর্ষণের মাত্রাও বাড়িয়েছে রাশিয়া। এই আবহে জোর কদমে ভারতীয়দের উদ্ধারকাজ চলছে। অপারেশন গঙ্গায় মোতায়েন হয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান।