সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 'মাল্টি ব্যারেল রকেট লঞ্চার্স' ♚(এমবিআরএল) নিয়ে যখন সারা বিশ্বের আগ্রহ বাড়ছে, ঠিক সময়েই আর্মেনিয়ায় অত্যাধুনিক 'পিনাকা রকেট লঞ্চার্স'-এর সরবরাহ শুরু করে দিল ভারত।
ভারতের 'প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা' (ডিআরডিও)-এর তৈরি এই রকেট লঞ্চারগুলি ঠিক সেই সময়েই আর্মেনিয়ায় পাঠানো শুরু হল, যখন 💞অন্যদিকে আর্মেনিয়ায় আকাশ ডিফেন্স মিসা꧑ইল সিস্টেমের সরবরাহও করা শুরু করেছে ভারত।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আর্মেনিয়ায় 'পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টে😼মস'-এর প্রথম দফার রফতানি ইতিমধ্যেই সেরে ফেলেছে ভারত।
প্রায় দু'বছর আগে সংশ্লিষ্টಌ দুই পক্ষের মধ্যে বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে ভারতীয় ও আর্মেনিয়ান ফার্মের মধ্🍎যে পিনাকা সমরাস্ত্রগুলির বেচাকেনা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
যে তিনটি দেশ ভারতের কাছ থেকে সবথেকে বেশি পরিমাণে সামরিক অস্ত্র কিনছে, তাদের মধ্যে আর্মেনিয়া অন্যতম। এছাড়াও, ফ্রান্স ও আমেরিকা ভারতের কাছ থেকে যথেষ্ট পরিমাণে অস্ত্র সরঞ্ꦓজাম হয় কিনছে অ🌸থবা কিনতে চলেছে।
ইতিমধ্যেই ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত পিনাকা রকেট সিস্টেম নিয়ে আগ্রহ💝 প্রকাশ করেছে। তার মধ্যে গত কয়েক বছরে, এই রকেট সিস্টেমের একাধিক ভ্যারিয়েশন ভারত তৈরি করেꦰ ফেলেছে। ভারতীয় সেনা দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেটগুলি প্রচুর পরিমাণে বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে।
সম্প্রতি, ডিআরডিও পিনাকা রকেট সিস্টেম সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা💛 করেছে। এই রকেটগুলি যৌথভাবে নির্মাণ করেছে, নাগপুরের সংস্থা সোলার ইন্ডাস্ট্রিজ-এর ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এবং সরকারের মালিকানাধীন মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড।
এই রকেট সিস্টেম নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে ফ্💞রান্সের সরকার। হিন্দু দেবতা মহাদেবের ধনুকের নামানুসারে এর নামকরণ করা হয়েছে পিনাকা।
চলতি বছর ফ্রান্সের প্রতিনিধিরা যখন ভারত সফরে এসেছিলেন, সেই সময়েই এই রকেট সিস্টেম নিয়ে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের কাছে এ নিয়ে ♌আগ্ꦆরহ প্রকাশ করেন তাঁরা। উচ্চ-পর্যায়ের সেই বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রসঙ্গত, ইদানীংকালে ভারতীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র ও সেই♋ সংক্রান্ত সরঞ্জাম বিদেশে রফতানি করার বিষয়ে কাজ শুরু করেছে নয়াদিল্লি। সূত্রের দাবি, সেই কাজে ভারত সরকার অনেকাংশে সফলও হয়েছে। কারণ, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ ২০১৪ সালের তুলনায় বর্তমানে প্রায় তিনগুণ বেড়েছে।
সবথেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ধরনের সামগ্রী সরবরাহ করছে ভারত। আন্তর্জাতিক ক্রেতাদের তালিকায় দ্বিতীয় ন🦋ম্বরে রয়েছে ফ্রান্স।