ইউক্রেনে যুদ্ধ থামানো জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই আবেদন করলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা। কুলেবা বলেন, ‘পুতিনকে মোদী বোঝান যে এই ꧒যুদ্ধ সবার স্বার্থের বিপক্ষে।’ টিভিতে সম্প্রচারিত এই বিবৃতিতে কুলেবা সাধারণ ভারতীয়র প্রতিও আবেদন করেন।
কুলেবা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি়ী, আমরা আপনাকে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে যোগাযোগ করে তাঁকে বোঝানোর জন্য আহ্বান জানাচ্ছি। পুতিনকে বোঝান যে এই যুদ্ধটি সকলের স্বার্থের বিরুদ্ধে। সমগ্র গ্রহে যদি কোনও একজন ব𒆙্যক্তি যুদ্ধে আগ্রহী হন, তাহলে তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন নিজেই। রাশিয়ার জনগণও এই যুদ্ধে আগ্রহী নন।’
ভারতবাসীর উদ্দে🅘শে ইউক্রেনের মন্ত্রীর আবেদন, ‘ভারত হল ইউক্রেনীয় কৃষি পণ্যের অন্যতম বৃহৎ ভোক্তা। এই যুদ্ধ চলতে থাকলে, আমাদের জন্য নতুন ফসলের বীজ বপন করা কঠিন হবে। সুতরাং বৈশ্বিক এবং ভারতীয় খাদ্য নিরাপত্তার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ বন্ধ করাই সবার স্বার্থে। ইউক্রেনকে রক্ষা করা𝐆 বিশ্বকে ক্ষুধা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা করার সামিল।’
কুলেবা বলেন, ‘সাধারণ ভারতীয়রা ভারতে রাশিয়ান দূতাবাসের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তারা সেখানে থেকেই তাদের কাছে যুদ্ধ বন্ধের দাবি জানাতে। ইউক্রেনের এই যুদ্ধের প্রয়োজন নেই। আমদের উপর আক্রমণ হয়েছে এবং আমাদের দেশকে রক্ষা করতেই আমরা এই যুদ্ধ করছি। পুতিন আমাদের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেন না। বিশ্বের প্রতিটি দেশ রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করতে বলে সাহায্য করতে পারে।’ এদিকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে বিদেশি পড়ুয়াদের মানব ঢꦍাল করতেই তাদের উদ্ধার কাজে বাধা দিচ্ছে ইউক্রেন। এই অভিযোগের প্রেক্ষিতে কুলেবা বলেন, ’৩০ বছর ধরে ইউক্রেন এশিয়া, আফ্রিকা থেকে পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে। তাদের কখনও কোনও অসুবিধা হয়নি। তবে রুশ আগ্রাসন সব বদলে দিয়েছে। রাশিয়া গোলা বর্ষণ থামিয়ে এই পড়ুয়াদের নিরাপদ স্থানে যেতে সাহায্য করতে পারে।’