টেলিℱকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর তরফে এবার কড়া ভাষায় স্পষ্ট বার্তা পেলেন বিএসএনএল কর্মীরা। শোনা যাচ্ছে, এই ধুঁকে পড়া পিএসইউ সেক্টরের কাজ নিয়ে বেজায় ক্ষুব্ধ টেলিকম মন্ত্রী। সাফ ভাষায় দেশের টেলিকম মন্ত্রী জানিয়েছেন যে, সরকার বিএসএনএল কর্মীদের সঙ্গে রয়েছে, তবে বিএসএনএলকে ফের চাঙ্গা করতেও প্রয়োজন কর্মীদের কারিগরি দক্ষতার।
পারফরমেন্সই বিএসএনএল কর্মীদের শেষ কথা হবে। এমনই এক বার্তা দিয়ে শোনা যাচ্ছে মন্ত্রী জানিয়েছেন, ভাল কাজ করতে না পারলে তার পরিণতি বিএসএএল কর্মীদের পক্ষে ভাল হবে না। 'দ্য ইকোনমিক টাইমস' এর একটি রিপোর্ট বলছে, 'বিএসএনএল কর্মীরা এযাবৎকালের সবচেয়ে কড়া বার্তা পেয়েছেন।' জানা গিয়েছে মন্ত্রী বলেছেন, 'হয় পারফর্ম করুন, আর আগামী ২৪ মাসের মধ্যে পরিবর্তন ঘটান, নয়তো বাড়ি ফিরে যান ভলেন্টারি রিটারমেন্ট নিয়ে।' CUET UG পরীক্ষার নয়া তারিখ ঘোষিত, প্রꦛযুক্তিগত ত্রুটির জেরে এই উদ্যোগ
সূত্রের খবর, বিভিন্ন অপারেটিং সার্ভিস এলাকার ম্যানেজারদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয়💫 মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। সেখানেই তিনি কর্মীদের কাজের হাল ফেরাতে বার্তা দেন। তিনি জানান, ধুঁকে পড়া সংস্থার পাশে যতটা উদ্যোগ নিয়ে সরকার রয়েছে, ততটাই পারফরম্যান্স সংস্থার ৬২ হাজার কর্মীর কাছ থেকে চায় সরকার। শোনা যাচ্ছে, মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, 'আমি কি পারফরম্যান্স ইন্ডিকেটার খতিয়ে দেখব।' তিনি এও জানান যে, প্ౠরতি মাসে কর্মীরা কেমন কাজ করছেন তার খতিয়ানও তিনি রাখবেন। কার্যত স্পষ্ট বার্তায় মন্ত্রী বলেছেন, কাজ না করলে, চাকরি টিকিয়ে রাখা মুশকিল।