বৃহস্পতিবার বিধানস⛎ভায় পেশ হল যোগী সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট। মোট বাজেট ৬ লক্ষ কোটি টাকার। নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক পূরণ হয়েছে এই বাজেটে। বিনামূল্যে রেশন প্রকল্পে, সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে এক বছরে ২টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে।
আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্য বিনামূল্যে রেশন ও সিলিন্ডার
আ🌳র্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারদের বিনামূল্যে খাদ্যশস্য, ছোলা, পরিশোধিত সয়াবিন তেল এবং লবণ বিতরণ করা হবে। এছাড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা বিনামূল্যে ২টি গ্যাস সিলি꧑ন্ডার পাবেন। এর জন্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা রাখা হবে।
কন্যা সুমঙ্গলা যোজনা
মুখ্যমন্𒅌ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার অধীনে, PFMS-এর মাধ্যমে ৬টি বিভাগে মেয়েদের ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের জন্য ১,২০০ কোটি টাকা ধার্য কর🔯া হয়েছে।
পুষ্টির জন্য ১,৬৭৫ কোটি টাকা
যোগী সরকার পুষ্টি কর্মসূচীর অধীনে সমন্বিত শিশু উন্নয়ন🐟 প্রকল্পের অধীনে ,৬৭৫ কোটি ২৯ লক্ষ টাকার প্র𒀰স্তাব করেছে।
কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব
২০২২ সালের বিধানসভা নির্বাচনে দেওয়া প্রত🧔িশ্রুতি অনুযায়ী, কৃষকদের সেচের জন্য বিদ্যুৎ বিলে ৫০% ছাড় ঘোষণা করা হয়েছে। তাছাড়া ২০২২-২৩ অর্থবর্ষে ১৫,০০০ টিউবওয়েল বসাবে সরকার।
১,০০০ টাকা মাসিক পেনশন
অর্থমন্ত্রী সুরেশ খান্না বলেন, বার্ধক্য, নিঃস্ব মহিলাদের পেনশন এবং প্রতিবন্ধী⭕ পেনশন প্রতি মাসে ১,০০০ টাকা করা হয়েছে। পেনশন প্রকল্পের জন্য বাজেটে ৭𒐪,০৫৩ কোটি ৫৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। নিঃস্ব মহিলাদের পেনশন প্রকল্পের জন্য ৪,০৩২ কোটি টাকা রাখা হয়েছে। দিব্যাং রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা এবং কুষ্ঠরোগ প্রতিবন্ধী রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য ৩৪ কোটি ৫০ লক্ষ টাকা প্রস্তাবিত।