পুলিশের এডিজির কাছে ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছিল কিশোরী। কিন্তু, সেই অভিযোগ নিতে চাইনি পুলিশ। পালটা ধর্ষণের অভিযোগকে মিথ্যা বলে পুলিশের তরফে দাবি করা হয়েছিল। শেষ পর্যন্ত এডিজির অফিসেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের সুনগাড়ি থানা এলাকায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভি🐠যোগ উঠেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। যদিও পুলিশের দাবি ঘটনার সময় এডিজি পিসি মীনা উপস্থিত ছিলেন না।
জানা গিয়েছে𓂃, ১৭ বছর⛎ বয়সি ওই কিশোরী এলাকার দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। তার অভিযোগ, গত ছয় মাস ধরে দুই যুবক লাগাতার তাকে ধর্ষণ করছে। এ বিষয়ে তারা স্থানীয় থানায় গিয়েছিলেন। কিন্তু, সেখানে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই শেষে ওই কিশোরী তার বোনের সঙ্গে এডিজির অফিসে যান অভিযোগ জানাতে। কিন্তু꧟ সেখানে পুলিশ ধর্ষণের অভিযোগকে মিথ্যে বলে দাবি করে মামলা রুজু করতে অস্বীকার করে। তখনই মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি♓ পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মেয়েটির অবস্থা স্থিতিশীল।
পুলিশ সুপার (শহর) রাহুল ভাটি বলেছেন, মেয়েটি তার আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে এডিজির অফিসে এসেছিল। কিন্তু, সেখানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘ⭕টনার সময় এডিজি পিসি মীনা তার অফিসে উপস্থিত ছিলেন না।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। বছরখানেক আগে ধর্ষণের অভিযোগ তুলে একইভাবে পুলিশ সুপারের অফিসের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এক নাবালিকা। ওই নাবালিকার🌄 পাশাপাশি তার বাবা-মাও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাটি ঘ♛টেছিল উত্তরপ্রদেশের বারাণসীতে। ওই নাবালিকা ধর্ষণের অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে। তখনই তারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
অন্যদিকে, রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র সম্প্রতি ধর্ষণের মামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, রাজস্থানে নথিভুক্ত ধর্ষণের ৪১ শতাংশ মামলা মিথ্যে। সেখানে গোটা দেশে ৮ শতাংশ মিথ্যা ধর্ষণের মামলা দায়ের হয়। তিনি আরও জানিয়েছিলেন, ধর্ষণের নিরি꧑খে রাজস্থানের থেকে এগিয়ে মধ্যপ্রদেশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকে🦩ও। এবার HT ♏App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup