ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী রঘুরাজ সিং। এর ไআগে তিনি বলেছিলেন যে যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা স্লোগান দেন, তাদের জ্যান্ত পুঁতে ফꦦেলা হবে। এবার তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তথাকথিত দেশবিরোধীদের কুকুরের মৃত্যু হবে বলে তিনি জানিয়েছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম বদলে হিন্দুস্তান বিশ্ববিদ্যালয় করারও প্রস্তাব দেন তিনি।
আলিগড়ের আতরৌলি শহরে একটি অনুষ্ঠানে এই ক🉐থা বলেন তিনি। মন্ত্রী বলেন যে যারা দেশবিরোধী কাজ করে তাদের কুকুরের মতো মারা হবে। তিনি বলেন যে পুলিশকে বলা হয়েছে দেশবিরোধীদের এনকাউন্টারে গুলি করে মেরে দেওয়ার।
ঘুরাজ সিং আলিগড়ের পড়ুয়াদেরও শুধরে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন যে অনেক দিন ধরে এই গুন্ডাগিরি সহ🐽্য করা হয়েছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নাম বদলে আমরা হ🔜িন্দুস্তান ইউনিভার্সিটি করে দিতে চাই যাতে এখান থেকে পড়ে ছাত্ররা পাকিস্তানি না তৈরী হয়, বলেন রঘুরাজ সিং।
দেশে থাকতে হলে ভারতীয় হিসাবে থাকতে হবে, পাকিস্ꦫতানি হিসাবে থাকা যাবে না বলে ভিডিওতে রঘুরাজ সিংকে বলতে শোনা যায়। মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে এই কথাগুলি তিনি বলেছেন। তবে এগুলি দেশবিরোধীদের জন্য বলা, অন্যদের জন্য নয় বলে সাফাই রঘুরাজের। একই সঙ্গে তিনি 🉐জানান যে মোদী ও যোগীর বিরুদ্ধে স্লোগান দিলে জ্যান্ত পুঁতে ফেলার হুমকি থেকে তিনি সরছেন না।
সরকারিভাবে এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়𒊎নি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আলিগড় ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি সলমন ইমতিয়াজ বলেন যে বিজেপির মানসিকতা এ𒁏ই থেকে প্রকাশ পাচ্ছে।