দিন কয়েক আগেই জাহাঙ্গিরপুরীতে গিয়েছিল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু সেই টিমকে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। এবার যোগী রাজ্য উত্তরপ্রদেশে যাবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রয়াগরাজে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। দুই মহিলা, শিশু সহ একই পরিবারের ৫জনকে খুন করা হয়েছে। সেখানে বিবস্ত্র অবস্থায় দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণের বাꦆধা দেওয়ার জেরেই এভাবে খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে এই ঘটনায় ফের উত্তরপ্রদেশের আইন শৃঙ্খল꧋া নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আর এবার সেই প্রয়াগরাজেই যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
তৃণমূল সূত্রে খবর, দোলা সেন, মমতাবালা ঠাকুর সহ ৫ সদস্য়ের টিম যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিবার সকালেই তারা এলাকায় যাওয়ার চেষ্টা করবেন। দোলা সেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন,লখিমপুরখেরির ঘটনার পরেও আমরা উত্তরপ্রদেশে গিয়েছিলাম। ফের আমরা সেখানে যাচ্ছি। এদিকে প্রয়াগরাজের ঘটনায় অনেকেই বগটুইয়ের ছায়া দে🎐খছেন।
এদিকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দোষীদের গ্রেফতার করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এর আগেও উত্তরপ্রদেশে একই পরিবারের ৫জনকে হত্যা করা হয়েছিল। তবে প্রয়াগরাজের ঘটনাস্থলে✅ তৃণমূলের টিম আদৌ ঢুকতে পারবে কি না তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।