আপনার কি আইসিআইসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে? সেক্ষেত্রে এই খবরটা পড়ে দেখতে পারেন। যাঁদের নেই তাঁরাও পড়তে পারেন। ICICI Bank সমস্ত গ্রাহকদের বিশেষত অনলাইন ব্যবহারকারীদের অনুরোধ করেছে যাঁরা UPI অ্যাপ ব্যবহার করেন তাঁদের সতর্ক করা হয়েছে। সমস⛦্ত ব্যবহারকারীদের কাছে ইমেল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সাইবার দস্যুরা ইউপিআই অ্যাপকে টার্গেট করছে। মালওয়ার ব্যবহার করে এটা করা হচ্ছে বলে বলা হয়েছে।
কীভাবে প্রতারণার এই জাল তৈরি করা হচ্ছে…
সাইবার প্রতারকরা গ্রাহকদে💧র হোয়াটস অ্যাপ নম্বরে লিঙ্ক পাঠাচ্ছে।
এরপর প্রতারকরা একটি ইউপিআই রেজিস্ট্রেশ🐻ন করে ফেলছে কৌশলে। এরপরই টাকা হাতিয়ে ꦜনেওয়ার ছক।
এই ধরনের অ্যাপ কোনওভাবেই ডাউনলোড করবেন না। আইসিআইসিআই ব্যাঙ্ক কোনওভাবে কাউকে মেসেজ বা হোয়াটস অ্যাপ মেসেজ পাঠা🔜য় না। কোনও নির্দিষ্ট নম্বরে ফোন করতেও বলে না। কোনও অ্যাপ ডাউনলোড করতেও বলে না। সেই সঙ্গেই বলা হয়েছে, কিছু টিপস আপনি মেনে চলতে পারেন। এক্ষেত্রে প্রতারকদের হাত থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন।
মোবাইলটা লেটেস্ট অপারেটিং সিস্টেমের মাধ্যমে আ♛পডেট করুন।
কেবলমাত্র গুগল পে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরꦰের মাধ্য়মে অ্যাপ ডাউনলোড করতে পারেন।
কোথাও অ্যাকসেস দেওয়ার আগে যাচাই করুন।
কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
কোনও অজানা অ্যাপ ডাউনলোড করবেন না।
কাউকে ওটিপি, পাসওয়ার্ড পিন শেয়ার করবেন না। যদি মনে হয় আপনি প্রতারকদের খপ্পড়ে পড়েছেন তবে ন্যাশানাল সাইবার ক্রাইম পোর্টালে রিপোর্ট করতে 🌼পারেন।
এদিকে শুধু আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে নয়, একাধিক ক্ষেত্রেই দেখা যায় প্রতারকরা নানাভাবে ভুল বুঝিয়ে টাকা আদায় করে নেয়। এক্ষেত্রে সাবধান না হলে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। সেকারণে সাবধান হওয়াটা অত্যন🐠্ত দরকার না হলেই বিরাট বিপদ। তবে এবার আইসিআইসি কর্তৃপক্ষ এব্যাপারে সতর্ক করেছে। এটা না মানলেই বিপদ হতে পারে আপনারও। ব্যাঙ্কিং সংꦅক্রান্ত গোপন নম্বর কোনওভাবেই কারোর সঙ্গে শেয়ার করবেন না। এতে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। সেকারণে এখন থেকে সাবধান হওয়া দরকার।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অ্যাপ কোনওভাবেই ডাউনলোড করবেন না। আইসিআইসিআই ব্যাঙ্ক কোনওভা🐻বে কাউকে মেসেজ ཧবা হোয়াটস অ্যাপ মেসেজ পাঠায় না। কোনও নির্দিষ্ট নম্বরে ফোন করতেও বলে না। কোনও অ্যাপ ডাউনলোড করতেও বলে না।