আইএএস ট্রেনি পূজা খেদকরকে নিয়ে বিতর্কের মাঝে ইউপিএসসি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন মনোজ সোনি। এবার তাঁর জায়গায় ইউপিএসসি চেয়ারপর্সন করা হচ্ছে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার প্রীতি সুদানকে। ১ অগস্ট থেকে তিনি ইউপিএসসি চেয়ারপার্সন পদে যোগ দেবেন। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহল থাকবেন। এর আগে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদে দায়িত্ব সামলেছিলেন। এদিকে এর আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদে থাকা মনোজ সোনির কার্যকালের মেয়াদের পাঁচ বছর বাকি ছিল। তবে তার আগেই তিনি পদত্যাগ করেন। পদত্যাগের কারণ হিসেবে 'ব্যক্তিগত সমস্যা'র কথা উল্লেখ করেন তিনি। যদিও তাঁর পদত্যাগ ঘিরে জোর জল্পনা চলেছে। (আরও পড়ুন: জয় শাহদের কড়া পদক্ষেপ, BCCI-কে ১৫৯ কোটি টাকা মিটিয়ে দি🦩তে বোঝাপড়ায় বাইজুস)
আরও পড়ুন: অ্যাকাউন্ট গড়ের মাঠ! গ্রাহকদের থেকে ৮৫০০ কোটি টাকা 'কেটেছে' সরকারি 🌃ব্যাঙ্কগুলি
আরও পড়ুন: ITR ফাইলের ডেড꧙লাইন বদলাচ্ছে? জানাল আয়কর দফতর, একনজরে রিটার্ন জমার পূর্ণাঙ্গ গাইড
রিপোর্ট অনুযায়ী, প্রায় জুলাই মাসের প্রথম সপ্তাহেই মনোজ সোনি নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। তবে সেই পদত্যাগের আবেদন দীর্ঘদিন আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, ২০১৭ সালে মনোজকে ইউপিএসসি সদস্য করেছিল সরকার। ২০২৩-এ ইউপিএসসি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। এই পদে তাঁর চাকরির মেয়াদ ৬ বছর থাকার কথা ছিল। ২০২৯ সাল পর্যন্ত এই চাকরি থাকলেও তিনি ২০২৪ সালেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে আবেদন জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। (আরও পড়ুন: বেতജন ও ভাতা বৃদ্ধি করা হল বাংলার এই কর্মীদের, বড় ঘোষণা করল রাজ൲্য সরকার)
আরও পড়ুন: কেন মহিলাদের পদবি বদলাতে লাগে স্বামীর NOC? কেন্দ্রের জবাবে 'হতবাক' TMC স♛াংসদ
এদিকে তাঁর পদত্যাগপত🍸্রের খবর প্রকাশ্যে আসতেই মনোজ সোনির ঘনিষ্ঠ মহলের তরফ থেকে দাবি করা হয়, তাঁর এই পদত্যাগ কোনও ভাবেই পূজা খেদকর বিতর্কের সঙ্গে সম্পর্কিত নয়। উল্লেখ্য, ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের প্রার্থীপদ বাতিলের জন্যে শোকজ নোটিশ ইস্যু করেছে ইউপিএসসি। এদিকে পূজা খেদকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইউপিএসসি। ইউপিএসসির তরফে জানানো হয়েছে, পূজার 'অপকর্ম' নিয়ে বিস্তারিত তদন্ত চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং🐠 ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজের পরিচয় গোপন করেছেন পূজা। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ শুরু করা হয়েছে।