মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন বিশেষ এক টিশার্ট। উপহার দেওয়া টি শার্টটিতে লেখা আছে, মোদী’র বিখ্যাত বক্তব্য, ‘এআই অর্থাৎ আমেরিকা এবং ভারতই আগামীর ভবিষ👍্যত।’
উল্লেখ্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দ্বিতীয়বারের ভাষণে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সাত বছর আগে আমি যখন এখানে এসেছিলেন। তারপর থেকে আজ ꦰপর্যন্ত অনেক কিছুই বদলে গেছে৷ কিন্তু, অনেক কিছুই আবার একই রয়ে গেছে। যেমন ভারত ও মার্কিন য🌃ুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আরও গভীর হয়েছে৷ বিগত কয়েক বছরে, এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অনেকখানি অগ্রগতি যেমন হয়েছে, তার সাথে সাথে আরও অন্য একটি এআই, আমেরিকা এবং ভারতে ক্ষেত্রেও সার্বিক অগ্রগতি ঘটেছে।’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, অ্যাপলের সিইও টিম কুক এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী মোদীকে হোয়াইট ♛হাউসে পৌঁছানোর উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মোদী মার্কিন রাষ্ট্র প্রধানের কাছ থেকে একটি হাতে বানানো প্রাচীন আমেরিকান বইয়ের পাণ্ডুলিপি উপহার পান।
এছাড়াও একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকান বন্যপ্রাণী 🦋ফটোগ্রাফির একটি বই এবং রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার প্রথম সংস্করণের একটি স্বাক্ষরিত বই উপহার পান নরেন্দ্র মোদী। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রথম রাষ্ট্রীয় সফরে মোদীও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার স্বরূপ 'দাস দানম' সহ একটি হস্তনির্মিত চন্দন কাঠের বাক্স দেন। এছাড়াও ‘উপনিষদের দশটি নীতি’ লিখিত একটি বই তুলে দেন বাইডেনের হাতে। জিল বাইডেনের হাতে তুল দেন ৭.৫ ক্যারেটের একটি ডায়মন্ড রিং। এসব উপহার আদান প্রদান নিয়েই চর্চা তুঙ্গে নেট দুনিয়ায়। পরবর্তীতে মার্কিন ও ভারতের সম্পর্ক কতটা উজ্জ্বল হয়๊, সেটাই এখন দেখার। যাই হোক না কেন নরেন্দ্র মোদীর প্রথম মার্কিন সফর এক কথায় ভাইরাল। মার্কিন মুলুক ছেড়ে তিনি এবার পাড়ি জমাবেন ফারাওয়ের দেশ, পিরামিডের দেশ মিশরে।