মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে তিনি নিজের প্রার্থীপদ পেশ করতেই, জল্পনা ছিল, তাহলে কি আমেরিকা তার ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্টও ভারতীয় বংশোদ্ভূতই কাউকে পেতে চলেছে? এই অবস্থায় আইওয়াতে রিপাবলিকানদের মধ্যে থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই ঘিরে শুরু হয় কক🎃াস। সেই আইওয়া প্রাইমারিতে ফলাফল স্পষ্ট হতেই এবার প্রেসিডেন্ট পদের 💧দৌড় থেকে সরে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামী।
আইওয়ার ভোটে প্রথম থেকেই দাপট ধরে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, রামাস্বামীর বিরুদ্ধে একাধিক দাপুটে প্রার্থী ছিলেন। অন্যদিকে, আইওয়া ককাসে ভোট গ্রহণ শুরুর প্রথম ৩০ মিনিটেই কার্যত ট্রাম্পের পক্ষের ভোট স্পষ্ট করে দেয় যে, রিপাবলিকানদের তরফে আসন্ন ভোটে প্রেসিডেন্ট পদপ্রার🌊্থী কে হতে চলেছেন। এদিকে, এই ভোট অঙ্কের পরই শিল্পদ্যোগী তথা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামস্বামী বলেন, ‘ আমি আজ রাতে সত্যির সঙ্গে থাকতে চাই। এটই প্রথম কঠিন সত্যি, আর এটাতেই আমি টিকে থাকতে চাই। আমার মনে হয়, আমরা যে সারপ্রাইজকে ছুঁতে চেয়েছিলাম, সেটিকে আমরা ছুঁতে পারিনি।’ তিনি বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলাম, তাঁর জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাতে। আর এক ধাপ এগিয়ে তিনিই পেতে চলেছেন আমার সম্পূর্ণ সমর্থন।’
এখানেই শেষ নয়। রামাস্বামী জানিয়েছেন, তিনি এবার নিউ হ্যাম্পশায়ারে গিয়ে ট্রাম্পের হয়ে প্রচার করবেন। পরের প্রাইমারির আগে, এই প্রচার শুরু হবে রিপাবলিকানদের। রামাস্বামী বলেন,'আমি ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারে নামব। যা আমি দেখতে পাচ্ছি, যা আমরা দেখতে পাচ্ছি দেশের ভবিষ্যতের জন্য, তা 🍸নিয়ে কথা বলব।' উল্লেখ্য, ৩৮ বছর বয়সী রামাস্বামী এই ভোটে অন্যতম যুব প্রার্থী ছিলেন। তাঁর রাজনৈতিক প্রেক্ষাপট সীমিত হলেও, তাঁর যুব-চেতনা দিয়ে তিনি এই ভোটে আলাদা করে নজর কাড়তে পারবেন বলে মনে করা হচ্ছিল। বারবার তিনি নিজের প্রচারে যুব সমাজের ভাবনার কথা বলেছেন। উল্লেখ্য, রামাস্বামী নিজের তরফের প্রচার শুরু করেছিলেন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। প্রাক্তন ফার্মাকিউটিক্যাল এক্সিকিউটিভ রামাস্বামী এই 💞ভোটের অন্যতম মুখ ছিলেন।
১৯৮৫ সালের ৯ অগস্টে জন্মগ্রহণ রামাস্বামীর। মার্কিন শিল্পোদ্যোগী হিসাবে রয়েছে তাঁর পরিচিতি। আমেরিকার সিনসিনাটি শহরে জন্ম বিবেকের। তাঁর বাবা মা, এর আগে ভারত থেকে গিয়ে সেখানে বসবাস করেন। বিবেকের উচ্চশিক্ষা হারভার্ড থেকে। সেখানে তিনি বায়োলজির ডিগ্রি গ্রহণ ক🦄রেন। পরে তিনি ইয়ালে ল স্কুল🐷 থেকে নেন পাঠ। পরে তিনি হেজ ফান্ডের সঙ্গেও হন জড়িত।