চিনা জুজু দেখিয়ে রাশিয়া থেকে ভারতকে দূর করতে চাইছে আমেরিকা। রাশিয়া থেকে ভারত যাতে আর তেল আমদানির পরিমাণ না বাড়ায় সেই বার্তা দিতে গিয়েই ভারতকে ‘আয়না’ দেখাতে চাইলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেপুটি NSA (ডেপুটি জীতয় নিরাপত্🔥তা উপদেষ্টা) দালীপ সিং। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘চিন যদি এলএসি পার করে ভেতরে ঢুকে আসে তাহলে দিল্লি যেন এটা না মনে করে যে রাশিয়া তাদের সাহায্য করবে।’ তিনি রাশিয়াকে চিনের ‘জুনিয়র পার্টনার’ বলেও অভিহিত করেন।
উল্লেখ্য, এই দালীপ সিংয়ের পরিকল্পনাতেই রাশিয়ার উপর নিষেꦰধাজ্ঞা আরোপিত হয়েছে। আর সেই দালীপই ভারতে এসে আমেরিকার অবস্থান বোঝাতে চাইলেন দিল্লিকে। এর আগে আমেরিকা বলেছিল যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাতে ‘ভুল’ নেই। যদিও বিগত কয়েকদিনে আমেরিকা স্পষ্ট করে দিয়েছে তারা চায় না যে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করুক। সেই নিয়ে বলতে গিয়ে দালীপ বলেন, ‘আমরা চাই না যে আচমকা ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিক। আমেরিকার তরফে এই ক্ষেত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমে এখানে আমাদের বন্ধুত্বের খাতিরে এসেছি আমাদের নিষেধাজ্ঞার বিষয়টি ভারতকে বোঝাতে। যে দেশগুলি সক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞাগুলিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাদের এর ফল⛄ ভুগতে হবে৷’
এরপর চিন-রাশিয়া সম্পর্ক নিয়ে🍸 বলতে গিয়ে দালীপ বলেন, ‘চিন এবং রাশিয়া নিজেদের সীমাহী পার্টনার হিসেবে ঘোষণা করে𒀰ছে। রাশিয়া বলেছে যে চিন হল তাদের সবচেয়ে বড় কৌশলগত বন্ধু। এটার প্রভাব সরাসরি ভারতের উপর পড়বে। এই সম্পর্কে রাশিয়া চিনের জুনিয়র পার্টনার হবে। এবং চিন রাশিয়ার উপর যত নিজেদের কতৃত্ব জাহির করবে, তা ভারতের জন্য ততটাই ক্ষতিকর। আমার মনে হয় না কেউ এটা বিশ্বাস করে যে যদি চিন ফের একবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাহলে রাশিয়া ভারতকে সাহায্য করবে।’