৫ বছর আগে এক ব্যক্তিকে মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। কিন্তু, সেই ব্যক্তিকে জীবিত অবস্থায় খুঁজে পেল পুলিশ। ঘটনাটি উত্তর প্রদেশের। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় দিল্লিতে খুঁজে পেয়েছে পুলিশ। সেখানে তিনি ট্যাক্সি ড্রাইভার হিসেবেই কাজ করছেন বলে পুলিশ জানিয𝔍়েছে। শুধু তাই নয় সেখানে অন্য এক মহিলার সঙ্গে বিয়ে করার পর ওই ব্যক্তির ৪ সন্তান রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু করে গিয়েছে।
আরও পড়ুন: ট্রেনের মধ্যেই মৃত্যু স্ব♔ামীর, টের পেলেন না স্ত্রী, ১৩ ঘণ্টা পর হল জানাজানি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাগপতের সিংগাওয়ালি আহিরের বাসিন্দা ওই ব্যক্তির নাম যোগেন্দ্র কুমার। ২০১৮ সালে তিনি নিখোঁজ হয়েছিলেন। সেই ঘটনায় তার দুই ভাই এবং এক গ্রামবাসীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। যদিও তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হলেও পুলিশ তদন্ত চালিয়ে কোনও তথ্য খুঁজে পায়নি। জানা যায়, ২০১৮ সালে কোনও একটি বিষয়কে নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে দুই ভাই এবং ওই গ্রামবাসী যোগেন্দ্র কুমারের বিরুদ্ধে মারধর এবং ভয꧒় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনায় তাকে গ্রেফতার করার চেষ্টা করে পুলিশ। কিন্তু, তারপরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন যোগেন্দ্র। সে ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছিল যোগেন্দ্রর পরিবার। অবশেষে গত বছরের এপ্রিল মাসে আদালত ওই গ্রামবাসী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু কꦬরার নির্দেশ দেয় পুলিশকে। কিন্তু, তদন্ত শুরু হওয়ার পরেও পুলিশ কোনও খুনের তথ্য পায়নি। বিভিন্ন জায়গায় যোগেন্দ্রকে খুঁজতে শুরু করে।