উত্তরপ্রদেশের সম্বলে হিন্দু দেব-দেবীর ছবি আছে এমন কাগজে করে মুরগি বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হল। অভিযোগ, হিন্দু দেব-দেবীর ছবিতে মুড়িয়ে মাংশ বিক্রি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত꧃ করেছেন সেই ব্যক্তি। এদিকে অভিযুক্তের দোকানে পুলিশের একটি দল পৌঁছালে তাঁদের আক্রমণ করার অভিযোগও উঠেছে সেই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম তালিব হুসেন বলে জানা গিয়েছে। মেহক নামক একটি রেস্তোরাঁ চালান তিনি।
জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটে। কিছু লোক তালিব হুসেনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় যে, তাঁর দোকান থেকে হিন্দু দেব-দেবীর ছবিওয়ালা কাগজে মুরগি বিক্রি হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশের একটি দল যখন তাঁর দোকানে পৌঁছায়, তখন তালিব হুসেন নাকি তাদের খুনের চেষ্টা করেন। পুলিশের উপর তালিব নাক🎉ি ছুরি নিয়ে হামলা করেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, তালিব হুসেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা), ২৯৫-এ (ইচ্ছাকৃত এ𒁃বং বিদ্বেষপূর্ণ কাজ, যে কোনও শ্রেণির ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে কোনও অবমাননাকর কাজ যা কোনও ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে আঘাত হানে) এবং ৩০৭ (খুনের চেষ্টা) ধা🍒রায় মামলা রুজু হয়েছে। এদিকে মেহক রেস্তোরাঁর এক কর্মচারী জানান, তালিব একটি কাবারিওয়ালার কাছ থেকে এই কাগজগুলি এনেছিলেন। তবে তাতে যে হিন্দু দেব-দেবীর ছবি আছে, তা তাঁরা বুঝতে পারেননি। কারোর ধর্মীয় ভাবাবেগগকে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।