মাথায় ঘোমটা। নীল সালোয়ার কামিজ পরে বাকি চার পাঁচজন রোগীর মতো তিনিও স্বাস্থ্যকেন্দ্রে ঘোরাফেরা করছিলেন। কোথাও তাঁকে দেখা গিয়েছে লাইনে দাঁড়িয়ে মহিলা রোগীদের সঙ্গে কথা বলছেন। ঘোরাফেরা করছেন আশপাশে। এরপরই তিনি ঘোমটা সরাতেই থরহরিকম্প শুরু হয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রে তখন রে রে 🐭পড়ে যায় যে, সেখানে স্বয়ং ভিজিট-এ এসে গিয়েছেন এসডিএম। ঘটনা উত্তর প্রদেশের ফিরোজাবাদের। সেখানে এসডিএম কৃতী রাজ স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতেই ধারণ করেন স্বমূর্তি। এরপর যা শুরু হয়, তার দৃশ্য ভিডিয়ো বন্দি হয়েছে।
এসডিএম কৃতী রাজের এই পদক্ষেপেক ঘটনা আপাতত ভাইরাল। তিনি ফিরোজাবাদের ওই স্বাস্থ্যকেন্দ্রে পরিচয় গোপন 🐻করে ঘোরাফেরা করছিলেন। রোগীদের থেকে জানার চেষ্টা করছিলেন যে, স্বাস্থ্য কেন্দ্রে কাজকর্ম কীরকম হয়। কতটা অব্যবস্থা সেখানে রয়েছে? সেই কারণেই মুখ ঢেকে হাসপাতালে তল্লাশি চালাতে থাকেন তিনি। আইএএস অফিসারের এই হানার জেরে একাধিক চমকপ্রদ তথ্য সামনে আসে। বহুদিন ধরেই এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে নানান অব্যবস্থার অভিযোগ ওঠে। সেক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্রকে জানিয়ে যদি সেখানে ভিজিট করা হয়, তাহলে এসডিএমের পরিদর্শন শুনে অব্যবস্থার আসল ছবিটা সামনে আসতে পারবে না। ফলে হয়ে যাবে সমস্যা। সেই জন্যই সপারিষদ না গিয়ে, পরিচয় গোপন করে স্বাস্থ্যকেন্দ্রে হানা দেন ক্রাতী।
( Sudha Murthy Latest: জামাই ব্রিটেনের PM, আর এবার সুধা মূর্তি হলেন রাজ্যসভার🍰 MP! নিলেন শপথ)
তল্লাশিতে কী জানা গেল?
কৃতী রাজের এই আচমকা তল্লাশির জেরে একাধিক ভয়াবহ ছবি সামনে এসেছে ও স্বাস্থ্যকেন্দ্রকে ঘিরে। সেখানে দেখা যায়, কুকুরের কামড𓃲়ের জন্য ভ্যাকসিন নিতে গেলে সকাল ১০ টা থেকে লাইন দিতে হচ্ছে। এরই মাঝে ক্রাতী খোঁজ করেন ডাক্তারের। জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের দেখা অনেক পরে মেলে। বহু রোগীর অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার দুর্ব্যবহার করেন। ডাক্তারদের রেজিস্টারে স্বাক্ষর থাকলেও অনেকেরই খোঁজ মেলেনি। এরপর ওষুধের ভাণ্ডার খতিয়ে দেখতে যান এসডিএম। সেখানে অব্যাবস্থার চূড়ান্ত হাল সামনে আসে। দেখা যায়, ৫০ শতাংশ ওষুধ সেখানে মেয়াদের ঊর্ধ্বে। হাসপাতালের পরিচ্ছন্নতার দশাও তেমনই!