গোবলয় রাজনীতির সবচেয়ে বড় সমারোহ কার্যত উত্তর প্রদেশ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিটি দলই নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। ২০২২ সালে দেশে যে কয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তারমধ্যে অন্যতম হাই প্রোফাইল ভোট পর্ব হতে চলেছে উত্তর প্রদেশে। এদিকে, ওমিক্রন আতঙ্কের মাঝে এই ভোট আয়োজন নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। গত বছরের শুরুর দিকে ৫ রাজ্যের নির্বাচনকালে যেভাবে দেশে করোনার দানবীয় দ্বিতীয় স্রোত ধরা দেয়, তার আতঙ্ক এখনও মানুষের মনে টাটকা। এই পরিস্থিতিতে করোনার মাঝে ভোট আয়োজন নিয়ে এদিন একটি টুইট করেন বিজেপি নেতা বরুণ গান্ধী। বরুণের টুইটে পরোক্ষে যোগী সরকার তথা বিজেপি নেতৃত্বকেই নিশানা করা হয়েছে বলে জোর চর্চা রয়েছে রাজনৈতিক মহলে।বরুণ গান্ধী এদিন উত্তরপ্রদেশের বিজেপির নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে একটি টুইট পোস্ট করেন। সেখানে কোভিড পরিস্থিতির মাঝে রাতের কার্ফুর জারি করা, আর দিনে দলীয় জনসভা করা নিয়ে যোগী সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বরুণ। মানেকা-পুত্র বরুণ টুইটে লেখেন, 'রাতে কার্ফু জারি করে, দিনে জনসভার জন্য লোক ডাকা- এটা সাধারণ মানুষের বোঝার বাইরে।' একই সঙ্গে তিনি লেখেন, 'উত্তর প্রদেশে সীমিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সৎভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের অগ্রাধিকার ভয়ঙ্কর ওমিক্রনের বিস্তার বন্ধ করা নাকি নির্বাচনী শক্তি প্রদর্শন করা।' একই সঙ্গে তাঁর দাবি, সকালের দিকে সবচেয়ে বেশি করোনা ছড়ানোর সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আসন্ন নির্বাচনের আগে যাতে রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে তার আশা প্রকাশ করেছেন বরুণ গান্ধী। বিজেপি নেতা বরুণ গান্ধী এদিন কোভিড পরিস্থিতির ওপর জোর দিয়ে রাতের কার্ফু থেকে সপ্তাহান্তের লকডাউনের ওপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন। পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, কার্যকরী কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি যাতে সরকার গ্রহণ করতে পারে, তার জন্য পদক্ষেপ করা উচিত। উল্লেখ্য,শুক্রবারের নির্দেশে উত্তর প্রদেশে জারি হয়েছে রাতের কার্ফু। গত ২৫ ডিসেম্বর থেকে জারি হওয়া এই রাতের কার্ফুতে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি রয়েছে বিধি নিষেধ। উত্তরপ্রদেশে যোগী সরকারের এই নির্দেশের পরই বরুণের টুইট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু। এদিকে, একাধিক দল সেই রাজ্যে ভোটের প্রচারে ব্যস্ত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেও গত ২৫ ডিসেম্বর গাজিয়াবাদে জনবিশ্বযাত্রা সমাবেশে অংশ নেন।