নতুন প্🐻রিপেড প্যাকের পরে এবার কলকাতা, গোয়া ও মহারাষ্ট্রের গ্রাহকদের জন্য ওয়াইফাই (WiFi) কলিং ফিচার আনল&꧂nbsp;Vi (ভোডাফোন-আইডিয়া)। গত মঙ্গলবার থেকে চালু হয়ে গিয়েছে এই নতুন পরিষেবা।
নতুন Hi Wi-Fi Calling পরিষেবায় অফিসের ব্রডব্যান্ড, বাড়ির ব্রডব্যান্ড এবং সাধারণ ওয়াꩲইফাই সংযোগের মাধ্যমে গ্রাহকরা কল করার সুবিধা পাচ্ছেন।
সম্প্রতি টেলিকম টক সংবাদসংস্থাকে Vi-এর তরফে জানানো হয়েছে, 🌞;‘যে সমস্ত এলাকায় দুর্বল নেটওয়ার্ক কভারেজ রয়েছে, সে🦹ই সব জায়গা থেকেও ভয়েস কল করা যাবে এই পরিষেবা কাজে লাগিয়ে।’
বর্তমানে Hi Wi-Fi Calling পরিষেবা দেওয়া হচ্ছে🌄 কলকাতা মহারাষ্ট্র ও গোয়া সার্কেলের গ্রাহকদের।
এর আগেই অবশ্য এই পরিষেবা চালু করার পরিকল্ꦯপনা করেছিল Vi, কিন্তু প্রযুক্তিগত কারণে তা পিছিয়ে যায়। উল্লেখ্য, ২০১৯ সালেই এই রকম পরিষেবা চালু করে দিয়েছে এয়ারটেল ও জিও। এ ছাড়া 🧜নিজস্ব ওয়াইফাই পরিষেবা চালু করেছে বিএসএনএল। এর জন্য Wings অ্যাপ চালু করেছে সংস্থা।
জানা গিয়েছে, Vi-এর VoWi-Fi পরিষেবা পেতে হলে গ্রাহকদের&✃nbsp;সহায়ক হবে Redmi Note 9 Pro Max, Mi10, Mi10T, POCOX3, Oneplus 8T, Redmi Note 9 Pro, Redmi Note 9, RedmiNote 7 Pro, Redmi8A Dual, and the Oneplus No𒈔rd স্মার্টফোন মডেলগুলি।
এ ছাড়া 💛১০০ টাকার কম মূল্যের প্ল্যানও চালু করেছে Vi। এর মধ্যে প্রথম প্ল্যানটি ৫৯ টাকার, যাতে রয়েছে ২৮ দিনের জন্♕য ৩০ মিনিট টকটাইম। দ্বিতীয় প্যাকটি ৬৫ টাকার, যাতে একই দিনের ১০০ এমবি ডেটা পাওয়া যাবে।
তা ছাড়াও ৩৯ টা💧কা, ৪৯ টাকা, ৭৯ টাকা ও ৯৭ টাকার বেশ কিছু সস্তার প্ল্যান বাজারে এনেছে Vi। এ বাদে, ১৬টাকা, ৪৮ টাকা ও ৯৮ টাকার ডেটা ভাউচারও এনেছে সংস্থা।