স্বাতী ভাসিন
উত্তরাখণ্ডের আউলিতে ভারত ও মার্কিন সেনার যৌথ মহড়া চলছে। এনিয়ে ১৮তম এই ধরনের প্রশিক্🥃ষণ শিবিরের আয়োজন করা হল। চিন সীমান্তের কাছেই এই উদ্যোগ। এই শিবিরকে সাধারণত যুদ্ধ অভ্যাস বলে উল্লেখ করা হয়। আসলে দুই দেশের সেনার মধ্যে প্রশিক্ষণ, কৌশল, নানা ধরনের টেকনিকের আদানপ্রদান 💖হয় এই শিবিরে। সরকারি বিবৃতিতে একথাই উল্লেখ করা হয়েছে।
এই শিবিরের নানা ছবিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে নিরস্ত্র 🎐কমব্যাট ফোর্সের ট্রেনিং চলছে। এম-১৭ হেলিকপ্টারও ব্য়বহার করা হচ্ছে। এই ধরনের হেলিকপ্টার আসলে রাশিয়ায়🐟 তৈরি করা হয়েছে।
পেছনে সুউচ্চ পাহাড়। সেই পাহাড়ের কোলেই চলছে প্রশিক্ষণ। প্রশিক্ষিত 🍬চিলকেও কাজে লাগানো হচ্ছে। শত্রুপ🌞ক্ষের ড্রোনকে নামিয়ে আনতে পারে এই চিল পাখি। সেনাবাহিনীতে এই ধরনের পাখির ব্যবহার কার্যত এই প্রথম।
অপর একটি ছবিতে দেখা যাচ্ছে প্রশিক্ষত কুকুরকে ব্যবহার করা হচ্ছে। জঙ্গিদের বিরুদ্ধে অপা🌸রেশনে কীভাবে এই কুকুরকে ব্যবহার করা হয় তা নিয়েও প্রশিক্ষণ চলছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রশিক্ষিত কুকুর ছিনিয়ে নিচ্ছে অস্ত্র। এরপর বিশেষ পদ্ধতিতে জঙ্গিদের কাবু করছেন প্রশিক্ষিত সেনা জওয়ানরা। সাধারণত জম্মু-কাশ্মীরে এই ধরনের অপারেশন চালানোর নজির রয়েছে।
গত বছর আলাস্কাতে এই ধরনের যৌথ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এবার সেটাই হচ্ছে উত্তরাখণ♓্ডে। মার্কিন সেনার সেকেন্ড ব্রিগেড এই যৌথ মহড়ায় অংশ🐷 নিয়েছে। অন্যদিকে ভারতীয় সেনার অসম রেজিমেন্ট এই মহড়ায় অংশ নিয়েছে এবার।
তবে শুধু যুদ্ধক♌্ষেত্রের প্রশিক্ষণই নয়, কীভাবে মানবিক হাত বাড়ꦅিয়ে দেওয়া যায়, কীভাবে দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে পারবে সেনা তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কোথায় দুর্যোগ হলে কীভাবে সেনা তা মোকাবিলা করবে সেটাও যৌথ মহড়ায় অভ্যাস করা হচ্ছে