সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুম্বইয়ের প্রযুক্তি 🍸সংস্থার CEO রাজলক্ষ্মী বিজয়। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা স্টার্টআপ মহল। রাজলক্ষ্মীর আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন SUGAR কসমেটিক্সের সহ-প্রতিষ্ঠাতা বিনীতা সিং।
'খুবই মর্মান্তিক এবং হৃদয়বিদারক। রাজির পরিবার যেন ন্যায়বিচার পান এবং ড্রাইভার যেন হত্যা করে রেহাই না পান, সেই কামনা করি,' টুইটারে এমনটাই লিখেছেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক বিনীতা। টুইটে মুম্বই পুলিশ এবং কমিশনারকে ট্যাগ করেছেন তিনি। আরও পড়ুন: কা🦹মব্যাক ম্যান য🐬ুবি দেখা করলেন পন্তের সঙ্গে, দিলেন বিশেষ বার্তা
আরেকটি টুইটে তিনি জানান, প্রয়াত CEO-র কাছের মানুষরা ত🍌াঁকে 'রাজি' বলে ডাকতেন। কাজের বাইরে তিনি শরীরচর্চার বিষয়꧅ে সচেতন ছিলেন। সম্প্রতি মুম্বই ম্যারাথনও শেষ করেন তিনি।
ঘটনার দিনও তিনি দৌড়চ্ছিলেন। মুম্বইয়ের ওরলি সি ফেসে জগিং করছিলেন তিনি। ১৯ মার্চের সেই অভিশপ্ত সকালেই হঠাত্ একটি দ্রুতগামী গাড়ি ছুটে এসে 🐎তাঁকে ধাক্কা দেয়। ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাಞঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি প্রয়াত হন।
রাজলক্ষ্ণী ব🍃িজয় মুম্বইয়ের একজন সুপরিচিত ম্যারাথন রানার ছিলেন। মাত্র দুই মাস আগেই লিঙ্কডইনে তাঁর টাটা ম্যারাথন শেষ করার বিষয়ে পোস্ট করেছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি ম্যারাথনের জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানিয়ꩲেছিলেন। লিঙ্কডইনে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছিলেন তিনি।
বিজয় লিখেছিলেন, 'আমি কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ, মানসিক এবং শারীরিক শৃঙ্খলা মেনে♍ চলার গুরুত্ব ভুলে গিয়েছিলাম। প্রায় ৩ মাস ধরে প্রতি রবিবার আমরা ২০ কিমি, তারপর ২৫, তারপর ৩২ এবং একটি ৩৫ কিলোমিটারের দৌড় সম্পূর্ণ করেছি। মন বলছে এবার ৪২.১৯৫ কিমি।'
ম্যারাথন সফলভাবে শেষ করার পরেও তিনি দৌড় চালিয়ে যাচ্ছিলেন। সেই প্র্যাকটিসের সময়েই দুর্ঘটনার কবলে 🌳পড়꧃েন তিনি।
আপাতত গাড়িচালককে আটক করেছে পুলিশ। ঘটনার সময়ে তিনি মত্ত ছিলেন কিনা, তার পরীক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: Nadia rꦿoad accident: অগ্রদ্বীপ মেলা থেকে ফেরার পথে উলটে গেল গাড়ি, আহত কমপক্ষে ২৫, গুরুতর ১৬
এই খꦕবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংল🎃ায়। HT App ডাউনলোড করার লিঙ্ক