রাজ্যে ওয়ো নিষিদ্ধ, তাই স্থানীয় পার্কে বসেই চলছে প্রেম। সময় কাটাচ্ছেন যুবক যুবতীরা। এর দরুণ স্থানীয়দের অসুবিধা হচ্ছে অনেকটাই। ভোটের মুখে অভিযোগ পৌঁছেছে স্থানীয় বিধায়কদের কানে। তারপরেই পার্কে অভিযান চালিয়েছেন তিনি। পার্কে বিধায়ককে দেখে যা কাণ্ড ঘটিয়ে🍃ছে যুবক! ভাইরাল ভিডিয়ো না দেখলে বিশ্বাসই হবে না। ছত্তিশগড়ের দুর্গ জেলা থেকে এই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় এখন নেটিজেনদের নজর কাড়ছে। ভিডিয়োটিতে স্থানীয় বিধায়ককে একটি পার্কে গিয়ে, সেখানে উপস্থিত যুবক-যুবতীদের পার্কে না বসার কথা বলতে দেখা গিয়েছে। এরপর বিধায়কের সামনে এক অভিনব দাবি রেখেছিলেন যুগল।
এই মজার ঘটনাটি ঘটেছে দুর্গ জেলার ভꦫিলাইতে অবস্থিত নেহরু গার্ডেনে। রাজ্যের বৈশালী নগর লোকসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রিকেশ সেন এখানে অভিযান চালাতে এসেছিলেন। বিধায়ক নিজেই এই অভিযানের একটি ভিডিয়ো করেছেন, যেখানে তাঁকে এই অভিযানের কার🤡ণ ব্যাখ্যা করতে দেখা গিয়েছে। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে আমার কাছে ক্রমাগত অভিযোগ আসছে যে, যুবক-যুবতীরা বাগানে এসে কি ধরনের কর্মকাণ্ড করছেন। এরপর অভিযানে এসে দেখি কিছু ছেলে মেয়ে এখানে বসে অশ্লীল কাজ করছে। এখন দেখা যাচ্ছে, পার্কেই অনেকে নিজেদের আস্তানা গড়ে তুলেছে।
- যুবকের দাবি - ভাই প্লিজ ওয়ো খুলে দিন
এর পরে বিধায়ক এক প্রেমিক যুগলের কাছে গিয়ে তাঁদের আসার কারণ জিজ্ঞাসা করেন। যেটিতে বিধায়ক তাঁদের পার্কে না বসতে বলেন। তখন পার্কে আসা যুবক তাঁকে বলে বসেন যে যদি এখানে না তাঁরা আসেন তবে কোথায় যাবে, ছত্তিশগড়ে তো ওয়ো বন্ধ করে দেওয়া হয়েছে। যুবকটি আরও বলেছেন, কাছের মানু🐠ষের সঙ্গে দেখা করার জন্য তাঁদের অন্তত একটি ব্যক্তিগত জায়গায় আসতে হবে। অন্তত তাই তাঁদের জন্য ওয়ো খুলে দেওয়া হোক।
- বিধায়ক এবং যুবকদের মধ্যে মজার কথোপকথনটি এইরকম
এমএলএ- এখানে এসো, তু൩মি কোথায় থাকো, এইটা কী, এখানে কী করছ।
যুবক- এখানে সময় কাটাতে এসেছি।
এমএলএ- মানে সময় কাটাতে এসেছ?
যুবক- কথা বলতে এসেছি।
এম.এল.এ- কথা বলার জন্য বাড়ি নেই?
যুবক- কী করব ভাই, ওয়ো বন্ধ করে দিয়েছেন।
এমএলএ- ওয়ো বন্ধ হয়ে গেছে, মানে ওয়ো বন্ধ হয়ে গ🔯েলে, তুমি কি এখানে থাকবে?
যুবক- এটা একটা গার্ডেন তাই।
এমএলএ-⛎ আরে, গার্ডেন তো কী হয়েꦏছে, ওয়ো বন্ধ হয়েছে তো কি হয়েছে, এটা কে?
যুবক- ভাই, ভিডিয়ো বানাবেন না। আ🎶মার এক বান্ধবী আছে🍸 ভাই।
এমএলএ- তোমার য🧸দি গার্লফ্রেন্ড থাকে তাহলে তুমি এখানে মাঠে কি করছ?
যুবক: ভাই, আপনিই তো সব বন্ধ করে রেখেছেন, এখন এখানে-ওখানে যেতে ভয় লাগে ভ🌜াই।♐ ভাই ভিডিয়ো বানাবেন না ভাই।
এমএলএ- ঠিক আছে, উনি ভিডিয়ো বানাবেন না, আমার প্রশ্নের উত্তর ব𒀰লুন, আগে উত্তর দিন, এই সব কী?
যুবক: ভাই, আপনি কোথাকার কথা বলছেন, দয꧟়া করে আমাকে বলুন, অন্তত পার্কটা আমাদের জন্য ছেড়ে দিন, ভাই, আমাদের কথা বলার জন্য।
এমএলএ- কারও বাড়ির সামনে এমন করলে ।
যুবক- আমাদের জন্য ওয়ো খুলুন, অন্তত। ভাই আমি মদ খেতেও ভয় পাই। বন্ধুদের সঙ্গে কোথাও আড্ডা দিতে ভয় পাই। এইভ🔴াবে কি চলে বলতে পারেন?
এমএলএ- আরে ভাই আপনি যদি অন্যায় করেন, শহরে অন্যায় কাজ ꦿকরে෴ন তাহলে ভুল হবে
যুবকঃ আমরা কোন ভুল করি না ভাই...
এমএলএ- এটা কি অন্যায় না কারো বাড়ির সামনে…
যুবক- ভাই, বন্ধুর সঙ্গে দেখাꦦ করতে আমাদের অন্তত একটি ব্যক্তিগত🍌 জায়গায় আসতে হবে।
এমএলএ- তাহলে আমরা ওয়ো খুললে কি হবে?
যুবক- ভাই, এটা একটা ব্যক্তিগত জায়গা, তাই আমরা আমাদের আধার কার্ডও দেখিয়ে সেখা꧃নে যেতে পারব।
এমএলএ- তার মানে আপনি ওয়ো বন্ধ হতে কষ্ট পেয়েছেন।
যুবকঃ হ্যাঁ ভাই, কষ্ট পাচ্ছি তাই না ভাই?
উল্লেখযোগ্যভাবে, গত বছরের ডিসেম্বরে, শহরের পৌর কর্পোরেশন সমর্থকদের নিয়ে🙈 অভিযান চালানোর পরে দুটি ওয়ো হোটেল বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এই দুই হোটেলে অবৈধ কর্মকাণ্ডের খবর পেয়ে এꦇ পদক্ষেপ নেওয়া হয়েছিল।