ভারতীয় ট্রেনে টিকিট বিহীন যাত্রী ওঠার ঘটনা খুবই স্বাভাবিক। রোজ লাখ লাখ যাত্রী ট্রেনে করে নিজেদের গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন দেশের বিভিন্ন প্রান্তে। এই যাত্রীদের মধ্যে অনেকের কাছেই থাকে না বৈধ টিকিট। আর সম্প্রতি এমনই দৃশ্য দেখা গিয়েছিল বারৌনি-লখনউ এক্সপ্রেসে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত টিকিট পরীক্ষক ফাইন নিয়ে ট্রেনেই টিকিট বানিয়ে দেন সেই যাত্রীকে। তবে বারৌনি-লখনউ এক্সপ্রেসে দেখা গেল এক অন্য দৃশ্য। টিকিট না থাকার অপরাধে যাত্রীকে মারধর করলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক। আর সেই টিকিট পরীক্ষকের কীর্তির ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভা🐲ইরাল। আর টিটিই-র সেই ভিডিয়ো ভাইরাল হতেই রেল তাঁকে সাসপেন্ড করল।
ঠিক কী ঘটেছিল বারৌনি-লখন এক্সপ্রেসে? জানা গিয়েছে, এক যাত্রীর কাছে বৈধ টিকিট না থাকায় তাঁকে চড় মারেন টিকিট পরীক্ষক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবারে। বারৌনি-লখনউ এক্সপ্রেস তখন উত্তরপ্রদেশের গোন্দা এবং বারাবাঁকি স্টেশনের মাঝামাঝি কোনও এক জায়গায় ছিল। সেই সময় এক ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক যাত্রীদের কাছ থেকে টিকিট চেয়ে তা দেখছিলেন। তখনই তাঁর নজরে পরে যে বিনা টিকিটে এক যাত্রী ট্রেনে ভ্রমণ করছেন। তখন সেই যাত্রীকে মারধর করার অভিযোগ ওঠে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এই নিয়ে মুখ খুলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে। সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব লেখেন, ‘এই ধরনের বাজে ব্যবহারের কোনও স্থান নেই রেলে। অভিযুক্ত টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছে।’ ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত টিকিট পরীক্ষক পরপর চড় মেরে চলেছেন সেই যাত্রীকে। এদিকে ঘটনার ভিডিয়ো করায় অন্য এক যাত্রীকেও আক্রমণ করার চেষ্টা করেন সেই টিকিট পরীক্ষক। এদিকে অপর এক ভিডিয়োতে দেখা যায়, ঘটনার ভিডিয়ো করায় অপর এক যাত্রীকে অকথ্য ভাষায় গালি দিচ্ছেন অ🐽ভিযুক্ত টিকিট পরীক্ষক। টিকিট পরীক্ষককে বলতে শোনা যায়, ‘মিডিয়া থেকে এসেছো নাকি?’
এদিকে সংবাদসংস্থা এএনআই-কে রেলের তরফ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা রেল কর্তৃপক্ষের নজরে পড়েছে। এরপরই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীর সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগে সেই টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এদিকে লখনউ রেল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, 'আমরা ꦦজানতে পেরেছি যে একজন ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর যাত্রীকে মারধর করেছেন। অভিযুক্ত আধিকারি💎কের নাম প্রকাশ।' জানা গিয়েছে, সেই যাত্রী বৈধ টিকিটে ভ্রমণ করছিলেন না। তাঁর কাছে যে টিকিট ছিল, তাতে সেই শ্রেণিতে বসে যাওয়ার অধিকার ছিল না তাঁর। তবে তার জন্য টিকিট পরীক্ষক যা করেছেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। রেল অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে।'