ভালবাসা, কৃতজ্ঞতা বোঝে তারাও। প্রমাণ করে দিল এক সারস পাখি। একসময়ে প্রাণ বাঁচিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে ভুলতে পারেনি সে। এখন নিজের প্রিয় বন্ধু বানিয়েছে তাঁকেই। সারস পাখির কৃতজ্ঞতার এক দুর্দান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াꦜয়।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের(UP) আমেঠি শহরের। গত বছর এক ক্ষেতে আহত অবস্থায় পাখিটির খোঁজ মেলে। আমেঠির মহম্মদ আরিফ নামের এক ব্যক্তি তখন পাখিটি তুলে আনেন। এরপর নিজেই আগলে রেখেছিলেন পাখিটিকে। চিকিত্সা, সেবা-সুশ্রষা করতে থাকেন। পাখিটি পায়ে আঘাত পাওয়ায় দাঁড়াতে পারছিল না। আরও পড়ুন: কন্ডোমের পাহাড়! নামী মডেলরা তার সামনেই করছেন নানা কায়দা, ভিডিয়ো রাতারাত💟ি Viral
এভাবে কয়েক সপ্তাহ ধরে সেবা সুশ্র💮ষা চালাতে থাকেন। শেষ পর্যন্ত ধীরে ধীরে পাখিটি সুস্থ হতে শুরু করে। এরপর পাখিটি একেবারে সুস্থ হয়ে গেলে, মহম্মদ তাকে খোলা মাঠে নিয়ে যান। সেখানে পাখিটি ছেড়ে দেন।
মজার বিষয় হল, পাখিটি কিন্তু উড়তে পারলেও বেশি দূর জায়নি। উল্টে ফিরে আসে মহম্মদের কাছেই। বিষয়টিতে তিনি অবাক হয়ে যান। এরপর তিনি বাড়ির দিকেཧ রওনা দিলেও সারস পাখিটি তাঁর পিছন পিছনই ফি🍌রে আসে।
মহম্মদ জানালেন, 'পাখিটার আঘাত লেগেছিল, তাই চিকিত্সা করেছিলাম। কিন্তু ও যে এভাবে পোষ মেনে যাবে, তা কখনই ভাবিনি। এখন যেখানেই যাই ও সঙ্গে সঙ্গে যায়।𝄹 এমনকি মাঝে-মাঝে সময় কাটাতে আমরা বিকেলবেলা খেলাও করি।'
কিন্তু সারস পাখি সা𓃲ধারণত একটি কলোনি বা গোষ্ঠীবদ্ধ ভাবে থাকে। তবে এই পাখিটি আর মনে হয় তার 'সমাজে' ফিরতে🍸 নারাজ। বরং অন্য সারস পাখি কাছাকাছি এলে সে বাড়ির বারান্দার নিচে লুকিয়ে থাকে। যেন আরিফের ছায়াও ছাড়তে চায় না সে। মাঝে মাঝে অবশ্য অন্য বন্ধু সারসদের সঙ্গে উড়তে যায়। তবে সন্ধ্যা নামার আগেই ফের মহম্মদের বাড়িতেই ফিরে আসে। এটিই যেন তার বাসা। ঠিক যেন পায়রার মতো!
তবে আরিফ বাদ দিলে, তাঁর পরিবারের অন্য কারও সঙ্গে সেভা🐓বে আলাপ নেই পাখিটির। বাইরের কারও সঙ্গেও সেভাবে বন্ধুত্ব নেই। মনুষ্য বন্ধু বলতে এই একজনকেই চেনে সে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োয় দেখা যাচ্ছে, কীভাবে গ্রামের রাস্তায় আরিফের স্কুটা𒈔রের পাশে পাশে উড়ছে সারস পাখিটি। দেখুন সেই ভিডিয়ো:
আরও পড়ুন: ৭০ কিমি দূরে ৫১২ 🌜কেজি🌳 পেঁয়াজ বেচে ২ টাকা পেলেন চাষি! ভাইরাল রসিদের ছবি
এই খবরটি আপনি পড🌞়তে পারেন HT App থেকেও। এবারಌ HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক