সপ্তাহখানেক আগের ঘটনা। ২০জন বিটেক স্টুডেন্ট হস্টেলের রুমে একযোগে হনুমান চালিশা পাঠ করেছিলেন। এনিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিল জুনিয়ররা। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির এই ঘটনায় শোরগোল পড়ে যায়। এরপর সাতজন ছাত্রকে সতর্ক করে কলেজ কর্তৃপক্ষ ৫ হাজার টাকা জরিমানা করে।এবার সেই ঘটনায় হস্তক্ষেপ করলেন হোম মি😼নিস্টার নরোত্তম মিশ্র।
শুক্রবার তিনি জানিয়েছেন, এভাবে ছাত্রদের জরিমানা করা ঠিক হবে না। এটি ইনস্টিটিউটকে জানানো হয়েছে।যদি দেশে ছাত্ররা ܫহনুমান চালিশা পাঠ করতে না পারে তবে কোথায় করবে? ওদের শৃঙ্খলাহীনতার জন্য সতর্ক করা যেতে পারে। জেলাশাসককে তদন্তের জন্য বলা হয়েছে।
জেলাশা▨সক জানিয়েছেন, অনুমতি ছাড়াই ছাত্ররা ওই গণপাঠের ব্যবস্থা করেছিল। এতে অনেকেরই ডিসটার্ব হ🍬য়েছে। তারা সবাই পড়াশোনা করছিলেন। ইনস্টিটিউটের তরফে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে ওই সাত ছাত্রের বিরুদ্ধে।
তবে বার বার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্❀তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এদিকে কেন তারা অনুমতি না নিয়ে এভাবে দল বেঁ🌄ধে🐠 হস্টেলে হনুমান চালিশা পাঠ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।