&nb꧅sp;রাশিয়া সদ্য রণ হুঙ্কারে দাবি করছে যে, ইউক্রেনের ৪ টি অঞ্চলের দখল তাদের। ইউক্রেনের সেনা যখন ফের একবার তাদের হৃত এলাকা পুনরুদ্ধার করতে যাচ্ছে, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এহেন সমর-দম্ভ বারবার খবরের শিরোনাম কেড়েছে। এরপর আরও এক কারণে শিরোনামে ভ্লাদিমির পুতিন।
তাঁর অসুস্থতার খবর নিয়ে আগেও আলোচনা হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে যে, যুদ্ধ সংক্রান্ত এক গোপন গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে, যন্ত্রণায় ছটফট করছিলেন রাশিয়ার দোর্দণ্ডপ্রতাপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পু🧸তিন। তিনি যন্ত্রণার কথা জানিয়েছেন বলেও শোনা গিয়েছে ‘জেনারেল এসভিআর টেলিগ্রাম’ মারফৎ।
যদিও ক্রেমলিন এই বিষয়ে মুখ খোলেনি। এর আগে জানা গিয়েছিল যে রুশ প্রেসিডেন্টের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টাও হয়, তাঁর কনভয়ের গাড়ি ঠিক সময়ে সরে আসায় তা সম্ভব হয়নি। তবে, পুতিনের শরীর কতটা সুস্থ তা নিয়ে প্রশ্ন উঠছে। ‘ওয়ার রুমে’ গুরুত্বপূর্ণ বৈঠকের আগে তাঁর যন্ত্রণার ঘটনা বহু প্রশ্ন তুলছে। Video: কেঁদে ফেললেন কল্যাণ, চোখে জল নিয়ে 'মা..⛄ মা..' ড෴াক তৃণমূল সাংসদের কণ্ঠে
রিপোর্ট বলছে, পেটের তলার দিকে যন্ত্রণার কথা বলেছেন পুতিন। সেই যন্ত্রণা থেকে সহজে মুক্তি পাননি পুতিন। রিপোর্ট বলছে, খানিক♔টা শুয়েই ওই যুদ্ধ কেন্দ্রিক বৈঠক করছিলেন তিনি। জানা গিয়েছে ৬৯ বছরের পুতিনের এই বৈঠকে ছিলেন বেলারুসের নেতা আলেকজান্ডার লুকাশনকো। রিপোর্টে উল্লেখ করা রয়েছে🐎 যে, পুতিনের অঙ্কোলজির চিকিৎসা এগিয়ে চলেছে। রিপোর্টে বলা হচ্ছে, প্রেসিডেন্টের শারীরিক পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে, তাতে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেই প্রভাব পড়ছে রাশিয়ায়।