লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়েনাড়, দুই কেন্দ্র থেকেই ভোটে জয়ী হন। পরে তিনি উত্তর প্রদেশের রায়বরেলি কেন্দ্র ধরে রাখেন ও কেরলের ওয়েনাড় থেকে সরে যান। ফলে শূন্য ওই ওয়েনাড় কেন্দ্রে এবার উপনির্বাচন। আর রাহুলের ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে তাঁর বোন প্রিয়ঙ্কা সেখানে কংগ্রেসের প্রার্থী। কংগ্রেসের এমন এক পোক্ত আসনে প্রিয়ঙ্কাকে চ্যালেঞ্জ দিতে বিজেপ🐼ি ময়দানে নামাচ্ছে নব্যা হরিদাসকে। কඣে এই নব্যা হরিদাস? দেখে নেওয়া যাক।
প্রিয়াঙ্কা বনাম নব্যা:-
৫২ বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধীকে ভোটের ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিজেপি তাঁর বিরুদ্ধে ময়দানে নামিয়েছে ৩৬ বছরের দিব্যা হরিদাসকে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে নব্যা হরিদাস একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কালিকট বিশ্ববি🦩দ্যালয়ের কেএমসিটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন তিনি। ২০০৭ সালে তিনি পাশ করেছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীর শিক্ষাগত যোগ্যতা হিসাবে উইকিপিডিয়া তুলে ধরেছে, তিনি সাইকোলজিতে স্নাতক। তিনি দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজের প্রাক্তনী। পরে তিনি বুদ্ধিস্ট স্টাডিসে স্নাতোকোত্তর পাশ করেন। ১৯৯৭ সালে প্রিয়াঙ্কা রবার্ট বঢরাকে বিয়ে করেন।
এদিকে, নব্যা হরিদা▨সের রাজনৈতিক জীবনের শুরু অনেক আগেই। তিনি কেরলের কোঝিকোডে পুরসভার কাউন্সিলর ছিলেন দু'বার। তিনি বিজেপি🦋র মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদের পদেও ছিলেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমসের তথ্য অনুযায়ী, নব্যার বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা নেই। নভ্যা হরিদাস, ১,২৯,৫৬,২৬৪ টাকা মূল্যের মোট সম্পত্তির মালিক।
ওয়েনাড়ে ভোটে রাজনৈতিক সমীকরণ:-
উল্লেখ্য, জাতীয় স্তরে বামেদের সঙ্গে কংগ্রেসের ইন্ডি জোটে সংঘবদ্ধতা থাকলেও, কেরলের ওয়েনাড়ে তারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। বাম শাসিত কেরলে সিপিআই এই ওয়েনাড় আসনে প্রার্থী করেছে সত্যেন মোকেরিকে। উল্লেখ্য, মনে করা হচ্ছে, বামেদের সঙ্গেই ওয়েনাড় আসনে কংগ্রেসের মূল ভোট যুদ্ধ হতে পারে। তবে সেক্ষেত্রে বিজেপি কোন অঙ্কে নিজের রাজনৈতিক সমীকরণের ভারসাম্য রাখবে, সেদিকে তাকিয়ে গোটা দেশ। উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর ওয়েনাড়ে ভোট। ভোটের ফলাফল ঘোষণা হব🅺ে ২৩ নভেম্বর।