‘আমরা ওমিক্রনকে সামলে উঠতে পারলে ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি আমরা’, এমনটাই বললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মঙ্গলবার তিনি জানান যে ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ভ্রমণ চালু নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যার ফলে ভা♈রত সহ বেশ কয়েকটি নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। সিন্ধিয়া বলেন, ‘আন্তর্জাতিক ভ্রমণ সম্পূর্ণরূপে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারের উপর নির্ভরশীল। কোভিডের আগে, আমাদের সর্বোচ্চ ক্ষমতা দৈনিক ৪.২ লক্ষ যাত্রীর কাছাকাছি ছিল। এখন আমরা ৩.৭ লাখ থেকে ♏;৩.৯৫ লক্ষ যাত্রী ক্ষমতা নিয়ে বিমান পরিষেবা পরিচালনা করছি। কোভিড আবহে আমাদের যাত্রী ধারণ ক্ষমতা ৭৫ থেকে ৮১ শতাংশের মধ্যে রযেছে।'
এদিকে মঙ্গলবারই নয়া নির্দেশিকা জারি করে ওমিক্রনের ঝুঁকিপ্রবণ দেশ থেকে ভারতে আসা নাগরিকদের জন্য বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষার প্রি-বুকিং বাধ্যতামূলক করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক৷ প্রাথমিকভাবে ২০ ডিসেম্বর থেকে কলকাতা-সহ দেশের ৬টি বিমানবন্দর এই নির্দেশিকারꦓ আওতায় আসছে৷ সরাসরি না ফিরলেও যদি গত ১৪ দিনের মধ্যে কোনও যাত্রী ওমিক্রন প্রবণ দেশে গিয়ে থাকেন তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য৷
প্রথম ধাপে কলকাতা-সহ নয়াদিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ বিমানবন্দ🔴রে অবতরণের ক্ষেত্রে আরটি-পিসিআর প্রি-বুকিং বাধ্যতামূলক করা হয়েছে৷ পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য বিমানবন্দরও আসবে এর আওতায়৷ ওমিক্রনের ঝুঁকিপ্রবণ দেশের তালিকাও বেঁধে দিয়েছে কেন্দ্র▨৷ ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বৎসোয়ানা, চিন, ঘানা, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, তানজানিয়া, হং কং এবং ইজরায়েল রয়েছে তালিকায়৷