হ্যাকারের খপ্পরে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট এবং টুইটার অ্যাকাউন্ট। ত্রাণ তহবিলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সাহা🌠য্যের আবেদন-সহ একাধিক ভুয়ো বার্তা পাঠিয়ে ওয়েবসাইট ও অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
💃প্রসঙ্গত, গত জুলাই মাসে বিশ্বের একাধিক বিশিষ্ট ব্যক📖্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়।
হিন্দুস্তান টাইমস-এর তরফে যোগাযোগ করা হলে টুইটার-এর মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা পরিস্থিতির প্রত্যক্ষ অনুসন্ধান শুরু করেছি। সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সংশোধন করার পℱ্রক্রিয়া শুরু হয়েছে। অতিরিক্ত অ্যাকাউন্টগুলিও নিশানা করা হয়েছে কি না, সে সম্পর্কে আমা🥂দের কাছে খবর নেই।’
নমোর ব্যক্তিগত টুইটার🎉 ⭕অ্যাকাউন্ট হ্যাক নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি প্রধানমন্ত্রীর দফতর।
টুইটারে ঘুরে বেড়ানো হ্যাক হওয়া অ্যাকাউন্টের স্ক্রিন শটের সঙ্গে দাবি করা হয়েছে, দুষ্কর্মের 🌳পিছনে রয়েছে জন উইক নামে এক হ্যাকার।
উল্লিখিত @narendramodi পেজটি বর্তমানে ২💜৫ লাখ ইউজার ফলো করেন। পেজটিতে মূলত প্রধানমন্ত্রীর বিভিন্ন কাজকಌর্মের খতিয়ান, তাঁর উক্তি এবং ভাষণ সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়।
এ দিকে, প্রধানমন্ত্রীর ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবরে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। বহু ইউজারই বিভিন্ন সোশ্য🔯াল মিডিয়া সাইটের নিরাপত্তা নিয়ে গুরুতর༒ প্রশ্ন তুলেছেন।