প্রথম যৌবনে বা কলেজ জীবনে হাতখরচের অর্থ জোগাড🍬় করার জন্য অনেকেই অনেক ধরনের কাজ করেন। যেমন কেউ প্রাইভেট টিউশন পড়ান, কেউ বা বেছে নেন দোকান বা অন্য কোথাও ছোটখাটো কাজ। এমনই কিছু কাজ বেছে নিয়েছিলেন CJI চন্দ্রচূড়ও। কিন্তু সেটি এমন এক কাজ, যা সাধাꦛরণত খুব একটা কেউ বেছে নেন না।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক এ🀅ই কথা জানিয়েছেন CJI চন্দ্রচূড়। কী বলেছেন তিনি? বলেছেন, তাঁর যখন বয়স কুড়ির ঘরে, তখন তিনি অতিরিক্ত রোজগারের জন্য বেছে নিয়েছিলেন রেড🌺িয়ো জকির পেশা। তাও আবার যেখানে সেখানে নয়, তিনি যুক্ত হয়েছিলেন অল ইন্ডিয়া রেডিয়োর সঙ্গে।
CJI চন্দ্রচূড়ের এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই খুব মজা পেয়েছেন।CJI চন্দ্রচূড় জানিয়েছেন, সেই সময়ে অতিরিক🐬্ত রোজগারের জন্য অ🌟ল ইন্ডিয়া রেডিয়োতে ‘প্লে ইট কুল’, ‘আ ডেট উইথ ইউ’ বা ‘সানডে রিকোয়েস্ট’-এ মতো অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন তিনি।
এর পরে তিনি বলেন, ছোট থেকেই তাঁর ছিল গানবাজনার প্রতি আগ্রহ। আইনজীবীর পেশায়▨ আসার পরেও সেই আগ্রহ বিন্দুমাত্র কমেনি। এই আগ্রহের কারণেই এক সময়ে অল ইন্ডিয়া রেডিয়োতে রেডিয়ো জকি হিসাবে কাজ করতে গিয়েছিলেন তিনি। তাঁর কথায়, গানবাজনার প্রতি আগ্রহ এখনও পুরোমাত্রায় আছে। তাই নিজের কাজ সামলানোর পরে যখনই সময় পান, গানবাজনা শꦗোনার চেষ্টা করেন তিনি।
CJI চন্দ্রচূড়ের এই উক্তি রীতিমতো জনপ𓂃্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভ💖াইরাল হয়ে গিয়েছে তাঁর মন্তব্য।