যাঁদের নিজেদের বা পরিচিত কারও RT-PCR টেস্ট 🎃করিয়েছেন, তাঁরা লক্ষ্য করবেন, রিপোর্টে 'CT Value' বলে একটি রিডিং থাকে। পজিটিভ রিপোর্ট এলেই এটির উল্লেখ করা হয়।
কী এই CT Value?
ইন্ডিয়ꦓান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (ICMR) তথ্য অনুযায়ী এই CT Value সংক্রমণের মাত্রার ব্যস্তনুপাতিক। অর্থাত্ সিটি ভ্যালু কম মানে সংক্রমণ বেশি। আর সিটি ভ্যালু বেশি মানে, সংক্রমণের মাত্রা কম।
তবে, এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে, টেস্ট কিটের উপর নির্ভর করে বিভিন্ন ধরণের রিডিং আসতে পারে। তাছাড়া করোনা আক্রান্তের চিকিত্সাতেও এটি খুব বেশি প্রভাব ফেলে, তা কিন্তু নয়।
কোনও ব্যক্তি🔯র ভাইরাল লোডের পাশাপাশি তাঁর বয়স, রোগ প্রতিরোধের ক্ষমতা, কো-মর্বিডিটি 💙রয়েছে কিনা ইত্যাদি বহু শর্ত নির্ভরশীল। ফলে, এর সঙ্গে কোনও ব্যক্তির অসুস্থতার কম-বেশি সরাসরি গুলিয়ে ফেললে চলবে না।
চিকিত্সকের বক্তব্য :
মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের চিকিত্সক ডঃ হেমন্ত দেশমুখ জানালেন, 'সিটি ভ্যালু যদি ৩৫-এর উর্ধ্বে হয়, তার মানে হল করোন🅺া নেগেটিভ। আবার তার চেয়ে কম সিটি ভ্যালু এলে সেই ব্যক্তি করোনা পজিটিভ।'
'ভ্যালু ১০ হোক বা ২৮- সেই ব্যক্তির থেকে অন্য ব্যক্তির করোনা সংক্রমণ হতে পারে,' জানালেন ডঃ দেশমুখ।