কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। বিদেশ যাওয়ার জন্য় সেই বিমানবন্দরে বিমান ধরতে এসেছিলেন এক দম্পতি। রাত দেড়টা নাগাদ তাঁরা চেক ইন কাউন্টারে 🐬আসেন। সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা স্টাফ তাঁদের প্রশ্ন করেছিলেন, কী আছে ওই লাগেজের মধ্যে? দৃশ্যতই বিরক্ত ৬৩ বছর বয়সী ওই ব্যক্তি তখন বলে ওঠেন, বোম!
তাঁর উচ্চারিত একটি শব্দ গোটা বিমানবন্দরের পরিবেশকে মুহূর্তে বদলে দেয়। ব্যাপক আতঙ্ক ছড়ায় বিমানবন্দর চত্বরে। দ্রুত বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়। এরপরই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁদের ঘিরে ফেলেন। ওই দম্পতিকে নেদামবা🦩সেরি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে❀।
আসলে অভিজ্ঞ মহলের মতে, বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিকে🔯 অত্যন্ত সংবেদনশীল বিষয় বলে গণ্য করা হয়। সেক্ষেত্রে এমন কোনও শব্দ উচ্চারণ করা ঠিক নয় যেটি গোটা বিমানবন্দরের মধ্যে আলোড়ন ফেলে দেয়। কারণ প্রতিটি ক্ষেত্রে কোথাও কোনও নিরাপত্তার ফাঁক থেকে যাচ্ছে কি না তা অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেন সুরক্ষা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকর্মীরা। কেউ যদি মজা করেও বিমানবন্দরে 🅰কোনও বিস্ফোরকের প্রসঙ্গ উল্লেখ করেন তবে তাঁকে সমস্যা পড়তে হতে পারে। কার্যত তারই নজির দেখা গেল এই ঘটনায়।