কয়েকদিন আগেই কিষাণ সম্মান নিধি প্রকল্পের অষ্টম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা-সহ দেশের ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয় ১৯ হাজার কোটি টাকা। তবে যদি FTO জেনারেট হয়ে যাওয়ার পরও কারোর অ্যাকাউন🐼্টে টাকা না ঢুকে থাকে, তাহলে কী করতে হবে? নিচে দেওয়া নম্বরগুলিতে ফোন করে নিজের অসুবিধার কথা জানান:
পিএম কিষাণ টোল ফ্রি নম্বর : ১৮০০১১৫৫২৬৬
পিএম কিষাণ হেল্পলাইন নম্বর : ১৫৫২৬১
পিএম কিষাণ ল্যান্ডলাইন নম্বর : ০১১-২৩৩৮১০৯২, ২৩৩৮২৪০১
পিএম কিষাণ নতুন হেল্পলাইন নম্বর : ০১১-২৪৩০০৬০৬
পিএম কিষাণের আরও একটি হেল্পলাইন নম্বর : ০১২০-৬০২৫১০৯
এছাড়া ইমেল পাঠাতে পারেন : [email protected] -এই আইডিতে।
কেন্দ্রীয়ꦇ সরকারের এই পিএম কিষাণ প্রকল্পে ছোটো ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। প্রতিবার ২ হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প﷽াঠিয়ে দেওয়া হয়।