বর্তমা♎নে বিশ্বে ‘সুপার পাওয়ার’ বলতে শুধুমাত্র আমেরিকা এবং রাশিয়াকেই চিহ্নিত করা হয়। চিনও সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। ভারতও সুপার পাওয়ার হতে চলেছে বলে দাবি করলেন হোয়াইট হাউজের এক আধিকারিক। হোয়াইট হাউজের এশিয়া কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেল বলেন, ‘গত ২০ বছরে ভারতের সঙ্গে আম🔥েরিকার সম্পর্ক যতটা গভীর হয়েছে, এমনটা আরও কোনও দেশের মধ্যে হয়নি।’
কার্ট ক্যাম্পবেল আরও বলেন, ‘ভারতের একটি অনন্য🐼 কৌশলগত চরিত্র রয়েছে। এটি আমেরিকার মিত্র হবে না। একটি স্বাধীন, শক্তিশালী রাষ্ট্র হওয়ার ইচ্ছা আছে ভারতের। এটি একটি মহান শক্তি (সুপার পাওয়ার) হবে। কিন্তু আমি মনে করি আমাদের কৌশলগত জোট প্রায় প্রতিটি ক্ষেত্রেই ক্রমবর্ধমান। কিন্তু 🦋আমি বিশ্বাস করি যে আমাদের (ভারত-মার্কিন) সম্পর্কটা এমনই যে এর কিছু উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। আমাদের সেই জিনিসগুলির দিকে নজর দেওয়া উচিত যা আমরা একসাথে করতে পারি। মহাকাশে হোক, শিক্ষা হোক, জলবায়ু হোক, প্রযুক্তি হোক... এই সব দিকে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি।’
হোয়াইট হাউজ আধিকারিক বলেন, ‘আপনি যদি গত ২০ বছরের দিকে তাকান, তাহলে দেখবেন, আমাদের দুই পক্ষের মধ্যে যে বাধা ছꦡিল, তা অতিক্রম করেছি আমরা।’ এদিকে কার্ট দাবি করেন, কোয়াড জোটকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের অনীহা ছিল প্রাথমিক ভাবে। তিনি বলেন, ‘সম্ভবত ভারতের কূটনৈতিকদের মধ্যে এই (কোয়াডকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া) নিয়ে সংশয় ছিল। কিন্তু যখন বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে জো বাইডেন সরাসরি কথা বলেন, তখন ভারত বুঝতে পারে যে এর সঙ্গে তাদেরও স্বার্থ জড়িয়ে। এবং তাই তারা এর পক্ষে মত দেয়।’ এদিকে কার্ট জানান, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ কোয়াডভুক্ত দেশগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন। কার্টের কথায়, ‘আমি কোয়াডের অগ্রগতি নিয়ে আশাবাদী।’