বাংলা নিউজ > ঘরে বাইরে > Who is Cyrus Mistry: Tata Group-র চেয়ারম্যান হিসেবে বিরল নজির, আইনি লড়াই - কে ছিলেন সাইরাস মিস্ত্রি?
টাটা পদবি ছাড়া টাটা গ🐭্রুপের দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে বিরল তালিকায় নাম আছে। সেই পদ নিয়েই আবার আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন সাইরাস মিস্ত্রি। আজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা গ্রুপের প্রা𒅌ক্তন চেয়ারম্যানের।
সাইরাস মিস্ত্রি কে ছিলেন (Who is Cyrus Mistry)?
- শাপুরজি পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রির ছোটো ছেলে ছিলেন সাইরাস মিস্ত্রি। নির্মাণ সংস্থা দিয়ে তাঁর দাদু শাপুরজি পালোনজি গ্রুপ শুরু করেছিলেন। যা পরবর্তীতে কনগ্লোমারেটে পরিণত হয়।
- মুম্বইয়ের ঐতিহ্যবাহী ক্যাথিড্রাল অ্যান্ড জন কোনোন স্কুলে পড়াশোনা করেছিলেন সাইরাস মিস্ত্রি। উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে গিয়েছিলেন। সেখানে ইম্পেরিয়াল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন। তারপর লন্ডন বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তরের পড়াশোনার সম্পূর্ণ করেছিলেন সাইরাস মিস্ত্রি।
- ১৯৯১ সালে পারিবারিক ব্যবসায় (শাপুরজি পালোনজি অ্যান্ড কোম্পানি লিমিটেড) যোগ দিয়েছিলেন সাইরাস মিস্ত্রি। সেইসময় পারিবারিক সংস্থার অধিকর্তা হিসেবে শাপুরজি পালোনজি অ্যান্ড কোম্পানি লিমিটেডের দায়িত্ব সামলাতেন।
- ২০০৬ সালে টাটা গ্রুপের বোর্ড থেকে অবসর গ্রহণ করেছিলেন পালোনজি মিস্ত্রি। তারপর সাইরাস টাটা গ্রুপের বোর্ডে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে টাটা গ্রুপের তাঁকে ডেপুটি চেয়ারম্যান করা হয়েছিল।
- টাটা পদবি ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তি হিসেবে টাটা গ্রুপের চেয়ারম্যান হয়েছিলেন। রতন টাটা দায়িত্ব ছাড়ার পর ২০১২ সালে টাটা গ্রুপের শীর্ষ পদে বসেছিলেন। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন সাইরাস মিস্ত্রি। তবে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে সাইরাস মিস্ত্রির কার্যকালের শেষটা মধুর হয়নি। তাঁকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর টাটা সনসের এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এন চন্দ্রশেখরণ।
- তারইমধ্যে টাটা সনসের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে আইনি পথে হেঁটেছিলেন সাইরাস মিস্ত্রি। ২০১৯ সালের ডিসেম্বরে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপ্লিলেট ট্রাইবুনালের রায় খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ট্রাইবুনাল রায় দিয়েছিল, সাইরাস মিস্ত্রিকে টাটা সনসের চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন সাইরাস মিস্ত্রি। তা খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত।
পরবর্তী খবর